বাঙালি চিকিৎসক ভাষা-র মাথায় উঠল ইংল্যান্ডের সেরা সুন্দরীর শিরোপা

বাঙালির জয়জয়কার সারা বিশ্বে। তাই সেই ধারা বজায় থাকল আরও একবার। তবে শুধু বাঙালির গর্ব নয়, এ এক অন্য নজির। বুদ্ধিদীপ্ততা ও সৌন্দর্যের মেলবন্ধন। এই যুগলেই আরও একবার বিশ্বের দরবারে বাঙালি শ্রেষ্ঠ আসনে।

ভাষা মুখোপাধ্যায়। ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভ‌ূত এই মেয়ে মিস ইংল্যান্ড ২০১৯ সুন্দরীর সেরার শিরোপা পেয়েছেন। ভাষা পেশায় ডাক্তার। ২৩ বছরেই তাঁর দুটি মেডিক্যাল ডিগ্রি রয়েছে। পাঁচটি ভাষায় সড়োগড়ো এই মেয়ের আইকিউ লেভেল ১৪৬, যা তাঁকে অফিসিয়ালি ‘জিনিয়াস’- এর তকমা এনে দিয়েছে। ডার্বির বাসিন্দা ভাষা, বস্টনের হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে নতুন চাকরি জীবনের জন্য অপেক্ষারত।

বুধবার রাতে যাকজমকপূর্ণ এক অনুষ্ঠানে তাঁর মাথায় ওঠে ইংল্যাণ্ডের সেরা সুন্দরীর শিরোপা। সেরার খেতাব ছাড়াও এই প্রতিযোগিতা থেকে জিতেছেন আরও একগুচ্ছ সম্মান। এই প্রতিযোগিতার আগে সে তাঁর বক্তব্যে জানায়,”কিছু মানুষ আছে যারা পিজেন্ট গার্লসরা ফাঁকা মস্তিষ্কের, কিন্তু আমরা সকলেই একটা কারণে এখানে দাঁড়িয়ে আছি।”

ভাষা তাঁর গল্প বলার সময় জানায়, মেডিক্যাল স্কুলে পড়াশোনার চলাকালীন বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। প্রথমেই এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। পড়াশোনার সঙ্গে ভারসাম্য রাখা ও জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতেই এই সিদ্ধান্ত তাও সে জানায়। ভারতে জন্মালেও নয় বছর বয়সে পরিবারের সঙ্গে ইংল্যান্ডে চলে আসেন তিনি। । ভাষা মেডিক্যাল সায়েন্স ও সার্জারি এই দুই বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত।

সেরা শিরোপা পাবার পর, ইন্সটাগ্রামের মাধ্যমে তাঁর বন্ধু ও ভক্তদের ধন্যবাদ জানান। ভাষা কখনই আশা করেনি সেরার শিরোপা পাবে। প্রথম ব্রিটিশ-ভারতীয় হিসেবে এই শিরোপা পেয়ে ভাষা গর্বিত বোধ করছেন। মিস ইংল্যান্ড খেতাব জয়ের পর এবার বিশ্বসুন্দরীর প্রতিযোগিতাতেও অংশ নেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.