জম্মু কাশ্মীরের অনন্তনাগের জঙ্গল এলাকায় জঙ্গি নিকেশ অভিযানে নামে ভারতীয় সেনা। ভারতীয় সেনার এই অভিযানে দুই জঙ্গি নিকেশ হয়েছে। কাশ্মীর জোনের আইজি বিজয় কুমার এই কথা জানিয়েছেন। তিনি জানান, এনকাউন্টারে জইশ এর দুই জঙ্গি নিকেশ হয়েছে। এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।
সেনার সংযুক্ত দল এই অপারেশন চালাচ্ছে। এই অপারেশনে সেনার ৩ রাষ্ট্রীয় রাইফেলস, সিআরপিএফ আর এসজিও-এর টিম ছিল। সেনার এই অভিযান নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায় সেই কারণে অনন্তনাগ জেলায় অস্থায়ী ভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়েছিল সেনা। আর সেই খবর পাওয়ার পর সেনা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালায়। জঙ্গিরা নিজেদের চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে দেখে সেনাকে লক্ষ্য করে গুলি চালানো শুরু করে দেয়। এরপর সেনার তরফ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। আত্মসমর্পণ না করে আবারও গুলি চালায় জঙ্গিরা। এরপর সেনাও পাল্টা জবাব দেয়। সেনার পাল্টা জবাবে দুজন জইশের জঙ্গি নিকেশ হয়। এখনও অভিযান চলছে এলাকায়।