জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে টানা গুলির লড়াই। অবশেষে এল সাফল্য। ভারতীয় সেনার হাতে খতম দুই পাকিস্তানি সেনা। বুধবার নিয়ন্ত্রণরেখায় বিনা প্ররোচণায় পাকিস্তানি সেনা গুলি চালায় বলে খবর। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনাও।
প্রায় ২৪ ঘন্টা ধরে গুলির লড়াই চলে। ভারতীয় সেনার তরফ থেকে ক্ষয়ক্ষতির কথা কিছু জানানো হয়নি। অবশেষে দুই পাক সেনার মৃত্যুর খবর পাওয়া যায়। পরে গুলি চালানো বন্ধ করে পাকিস্তান। তবে শুধু এদিনই নয়, চলতি বছরে একাধিকবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
১৯৯৯ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি সম্পন্ন করে। তবে তা কখনই মেনে চলে না পাকিস্তান। বারবারই পাক সেনা বিনা প্ররোচনায় গুলি বর্ষণ শুরু করে। তবে এদিন পাল্টা জবাব দেয় ভারতও।
২০২০ সালের জানুয়ারি মাস থেকে পাক সেনার অতর্কিত হামলায় ৩০ জন নাগরিক মারা গিয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। ৩২০০টি সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
গত সপ্তাহেও পুঞ্চ জেলার মানকোটে সেক্টরে পাক সেনা ভারি গুলি বর্ষণ শুরু করে। এরই সঙ্গে চলে শেলিং। স্থানীয় গ্রামগুলি লক্ষ্য করে গুলি ও মর্টার ছোঁড়া হয় বলে খবর। বিনা প্ররোচনায় পাক সেনা গুলি চালায় বলে জানা গিয়েছে। প্রায় দু ঘন্টা ধরে টানা গুলির লড়াই চলে।
সর্বশেষ পাওয়া খবরে এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার হাতে মৃত্যু হয়েছে পাঁচ পাক সেনা জওয়ানের। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলির লড়াই শুরু হয়। পাঁচ জন পাক সেনার মৃত্যুর খবর মেলে, এরই সঙ্গে তিন জন সেনা জওয়ান আহত হয় বলে খবর। এছাড়াও একাধিক সেনা বাঙ্কার গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা বলে জানা গিয়েছে।
এদিকে, কিছুদিন আগেই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বললেন সীমান্তে যে কোনও ধরণের চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত ভারত। এদিন রাওয়াত বলেন পাকিস্তান ও চিনের মোকাবিলা করতে পিছপা হবে না ভারত। দেশের জওয়ানরা তৈরি রয়েছে যে কোনও পরিস্থিতি সামলানোর জন্য। ভারতীয় সেনা যেমন সীমান্তে তৈরি, তেমনই পুরোপুরি প্রস্তুত নৌসেনা ও বায়ুসেনা।
এদিন পাকিস্তানকে একহাত নেন সিডিএস রাওয়াত। তিনি বলেন, জম্মু কাশ্মীরে বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে অশান্তি তৈরি করার চেষ্টা করছে পাক সেনা। ভারতীয় সেনাও তা কড়া জবাব দিচ্ছে প্রতিবার। শুধু তাই নয়, জঙ্গি অনুপ্রবেশ ঘটিয়ে উপত্যকায় নাশকতা চালানোর প্রচেষ্টাও একাধিকবার ব্যর্থ করেছে ভারতীয় সেনা।