লাদাখে চিনা আগ্রাসন জারি। গালওয়ানে এখনও ঘাঁটি গেড়ে রয়েছে চিন সেনা(China Army)। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে সব চুক্তি বদলের ভাবনা ভারতের। একইসঙ্গে ভারতীয় ভূখণ্ড না ছাড়লে চিনকে উপযুক্ত জবাব দেওয়ার ভাবনা কেন্দ্রের।

এই পরিস্থিতিতেই আজ প্রধানমন্ত্রীর ডাকে সর্বদল বৈঠক। সর্বদল বৈঠকে থাকবেন সোনিয়া গান্ধী(Sonia Gandhi), মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), শরদ পওয়ার, সীতারাম ইয়েচুরি, ডি রাজা, জগনমোহন রেড্ডি, চন্দ্রবাবু নাইডুরা।

কোনও সমঝোতা-চুক্তি ভাঙেনি ভারত(India) চিনা বর্বরতার জন্যই সোমবার রাতে লাদাখের গালওয়ান সীমান্তে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষ বাধে। দেশরক্ষায় শহিদ হয়েছেন ২০ ভারতীয় সেনা।

চিনা সেনার হামলায় আহত কমপক্ষে ৭৫ জওয়ান। আহতরা সেনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে অধিকাংশ সেনাই দ্রুত কাজে যোগ দিতে পারবেন বলে আশাবাদী চিকিৎসকরা।

শুক্রবার ভার্চুয়াল পদ্ধতিতে সর্বদল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, লাদাখের গালওয়ানে ভারত-চিন সেনা সংঘাতের জেরে দু’ দেশের মধ্যে চুক্তি বদলের কথা ভাবছে ভারত।

পাশাপাশি দুই দেশের মধ্যে শান্তি বজায় রাখতে এর আগে মোট পাঁচটি চুক্তি হয়। চুক্তিতে উল্লেখ, প্রকৃত নিয়ন্ত্রণরেখার ২ কিলোমিটারের মধ্যে গোলাগুলি ছুড়তে পারবে না দু’ দেশের সেনারা। তবে গালওয়ানে সেই চুক্তি ভেঙেছে চিনা সেনা। চিনের এই বর্বরতার পরেই সেই চুক্তি বাতিলের কথা ভাবছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.