‘আত্মনির্ভর ভারত’ এর ওপর পুরোদমে জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এরই মাঝে এবার নেওয়া হল আরও বড় এক পদক্ষেপ। এবার রফতানি করা হবে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। ডিআরডিও এই মিসাইল তৈরি করেছে।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘আত্মনির্ভর ভারত’ এর আওতায় দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে উত্পাদন ক্ষমতা বাড়ছে, ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা এক বৈঠকে আকাশ ক্ষেপণাস্ত্র সিস্টেম রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে।
রাজনাথ সিং জানিয়েছেন, আকাশ মিসাইলের রফতানিতে গতি আনতে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি তিনি জানান, আকাশ ক্ষেপণাস্ত্রটির যে সংস্করণ রফতানি করা হবে তা ভারতীয় সেনাবাহিনীর বহরে অন্তর্ভুক্ত ক্ষেপণাস্ত্র থেকে আলাদা হবে।
রাজনাথ সিং বলেন, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে রফতানির দিকে মনোনিবেশ করছে কারণ, ৫ বিলিয়ন মার্কিন ডলার রফতানির লক্ষ্য অর্জন করা যায় এবং একই সঙ্গে বিদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে এই রফতানির দিকে মনোনিবেশ করছে ভারত।
উল্লেখ্য, ভারতের দিক থেকে আকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যার ৯৬ শতাংশ ভারতেই তৈরি করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি মাটি থেকে আকাশে ২৫ কিলোমিটারের মধ্যে হামলা করতে পারে বলে জানানো হয়েছে।