শেষ ২৪ ঘন্টায় ৬.২০-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২১.১৫-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-টেস্টের সংখ্যা। সোমবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২১ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ৬,২০,২১৬টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২১,১৫,৫১,৭৪৬-এ পৌঁছে গেল।
সুস্থতা বাড়লেও, ভারতে শেষ ২৪ ঘন্টায় অনেকটাই বেড়েছে চিকিৎসাধীন রোগীর সংখ্যা। রবিবার সারা দিনে সুস্থতার থেকে আক্রান্তের সংখ্যা বেশি, বিগত ২৪ ঘন্টায় ভারতে সুস্থ হয়েছেন ৯,৬৯৫ জন। সোমবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৬,৩৮৫ জনের মৃত্যু হয়েছে (১.৪২ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৩ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৬,৯৯,৪১০ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, এই মুহূর্তে ভারতে মোট ১,৫০,০৫৫ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন, বিগত ২৪ ঘন্টায় বেড়েছে ৪,৪২১ জন (১.৩৬ শতাংশ)।
2021-02-22