নিরুপায় শ্রমিকরা বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন, কিন্তু বাড়ি ফেরা আর হল না! উত্তর প্রদেশের (Uttar Pradesh) ঔরাইয়া জেলায় (Auraiya District) দু’টি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন ২৪ জন পরিযায়ী শ্রমিক। ট্রাকে চেপে রাজস্থান থেকে পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খন্ড অভিমুখে যাচ্ছিলেন পরিযায়ী শ্রমিকরা, শনিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ঔরাইয়া কোতয়ালি ক্ষেত্রে, চিরুহুলির কাছে দিল্লি-কলকাতা হাইওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন পরিযায়ী শ্রমিক। গুরুতর আহত অবস্থায় ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, তাঁদের মধ্যে ১৫ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের সাইফাই পিজিআই-তে ভর্তি করা হয়েছে।
ঔরাইয়ার জেলা শাসক অভিষেক সিং জানিয়েছেন, ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ চিরুহুলির কাছে দিল্লি-কলকাতা হাইওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষ হয়। ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫-২২ জন আহত হয়েছেন। তাঁদের অধিকাংশ শ্রমিক বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা।
ঔরাইয়ার চিফ মেডিক্যাল অফিসার অর্চনা শ্রীবাস্তব জানিয়েছেন, হাসপাতালে নিয়ে আসার পর ২৪ জনকে মৃত বলে ঘোষণা করা হয় এবং ১৫ জনের শারীরিক অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাঁদের সাইফাই পিজিআই-তে ভর্তি করা হয়েছে। তাঁরা রাজস্থান থেকে বিহার এবং ঝাড়খন্ড অভিমুখে যাচ্ছিলেন।
পুলিশ সূত্রের খবর, দুর্ঘটনায় মৃতদের নাম হল-ঝাড়খন্ডের বাসিন্দা রাহুল, নান্দকিশোর, কণি লাল, বিহারের বাসিন্দা কেদারী যাদব, অর্জুন যাদব, রাজা গোস্বামী, সত্যেন্দ্র, পশ্চিমবঙ্গের বাসিন্দা মিলন, গোবর্ধন, অজিত, চন্দন রাজভর, নকুল মাহাতো, গণেশ, উত্তম, সুধীর, মুকেশ, সোমনাথ। বাকিদের নাম জানা যায়নি।
ভয়াবহ এই দুর্ঘটনায় ২৪ জন শ্রমিকের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি জানিয়েছেন, ঔরাইয়ায় শ্রমিকদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃত শ্রমিকদের পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি আহতদের সম্ভাব্য সমস্ত ধরনের সহযোগিতা প্রদানের জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।