বর্ধিত লকডাউনের মেয়াদ শেষ হতে আর মাত্র সপ্তাহখানেক বাকি। ভারতে করোনাভাইরাস লকডাউনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩ মে। কিন্তু, দেশের করোনা-পরিস্থিতি এখনও আয়ত্তের বাইরে। প্রতিদিনই হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ৩ মে-র পর লকডাউন কী আদৌ উঠবে? এখন এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে প্রতিটি দেশবাসীর মুখে। এমতাবস্থায় সোমবার ফের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এ দিন সকাল ১০টা থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক শুরু হয়। ধাপে ধাপে লকডাউন তোলা-সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। আলোচনার বিষয়বস্তু হিসাবে উঠে আসতে পারে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফেরানো নিয়ে পদক্ষেপের কথাও।
প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে কথা বলেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, হরিয়ানা, উত্তর প্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, ত্রিপুরা, মধ্যপ্রদেশ-সহ ভারতের প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা। উল্লেখ্য, করোনা পরিস্থিতি ও লকডাউন নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এর আগে গত শনিবার বিভিন্ন রাজ্যের প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গৌবা। সেখানে রাজ্যগুলির মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব ছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ কর্তা ও জেলা আধিকারিকরা।