মহারাষ্ট্রের নান্দুরবার জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি বাস। বুধবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে নান্দুরবার জেলার খামচৌন্দর গ্রামের কাছে, কোন্দাইবারি ঘাটে । ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন যাত্রীর, এছাড়াও কমপক্ষে ৩৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন। নান্দুরবারের পুলিশ সুপার মাহেন্দ্র পণ্ডিত জানিয়েছেন, বুধবার ভোররাতে মালকাপুর থেকে গুজরাটের সুরাট অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বেসরকারি বাস।
ভোররাত তখন ৩.১৫ মিনিট হবে, খামচৌন্দর গ্রামের কাছে কোন্দাইবারি ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০-ফুট গভীর খাদে পড়ে যায় বাসটি। বাসটি সামনের ও পিছনের অংশ খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারা। ‘অভিশপ্ত’ ওই বাসের ভিতর থেকে আহত অবস্থায় ৩৫ জন যাত্রীকে উদ্ধার করে ভিসারওয়াড়ির হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জন যাত্রীর। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।