ভারতে করোনায় মৃত্যু বেড়ে ২,৬৪৯ জন, আক্রান্ত ৮২ হাজার ছুঁইছুঁই

ভারতে (India) দ্রুত গতিতে বেড়েই চলেছে কোভিড-১৯ (covid-19)ভাইরাসের সংক্রমণ, মৃত্যুর সংখ্যাও হু হু করে বেড়েই চলেছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নতুন নতুন রেকর্ড গড়েছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৬৪৯ এবং সংক্রমিত ৮১,৯৭০ জন। ইতিমধ্যেই ভারতে করোনাকে পরাজিত করে সুস্থ হয়েছেন ২৭,৯২০ জন। বিগত ২৪ ঘন্টার মধ্যেই ভারতে করোনাভাইরাসে (corona virus)আক্রান্ত হয়েছেন ৩,৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ১০০ জনের। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৮১,৯৭০ জন (সক্রিয় করোনা রোগী ৫১,৪০১)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৬৪৯। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২৭,৯২০ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ২,৬৪৯ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৪৮ জনের মৃত্যু হয়েছে, অসমে দু’জনের, বিহারে ৭ জনের, চন্ডীগড়ে ৩ জন, দিল্লিতে ১১৫ জনের, গুজরাটে ৫৮৬ জনের, হরিয়ানায় ১১ জনের, হিমাচল প্রদেশে ২ জনের, জম্মু-কাশ্মীরে ১১ জনের, ঝাড়খণ্ডে ৩ জনের, কর্ণাটকে ৩৫ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ৪ জন, মধ্যপ্রদেশে ২৩৭ জন, মহারাষ্ট্রে ১০১৯ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ৩ জনের, পুদুচেরি একজন, পঞ্জাবে ৩২ জন, রাজস্থানে ১২৫ জনের, তামিলনাড়ুতে ৬৬ জন, তেলেঙ্গানায় ৩৪ জন, উত্তরাখণ্ডে একজন, উত্তর প্রদেশে ৮৮ জন এবং পশ্চিমবঙ্গে ২১৫ জন প্রাণ হারিয়েছেন।করোনা-প্রকোপে মহারাষ্ট্রের পরিস্থিতি এখনও সবচেয়ে শোচনীয়। মহারাষ্ট্রে শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্তের সংখ্যা ২৭,৫২৪, দিল্লিতে ৮৪৭০, তামিলনাড়ুতে ৯৬৭৪, অন্ধ্রপ্রদেশে ২২০৫ জন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৩৩ জন ( প্রত্যেকেই সুস্থ) অরুণাচল প্রদেশে একজন, অসমে ৮৭ জন, বিহারে ৯৯৪ জন, চন্ডীগড়ে ১৯১ জন, ছত্তিশগড়ে ৬০ জন, দাদর নগর হাভেলিতে একজন, গোয়ায় ১৪ জন (সুস্থ ৭ জন), গুজরাটে ৯৫৯১ জন, হরিয়ানায় ৮১৮ জন, হিমাচল প্রদেশে ৭৪ জন, জম্মু-কাশ্মীরে ৯৮৩ জন, ঝাড়খণ্ডে ১৯৭ জন, কেরলে ৫৬০, কর্ণাটকে সংক্রমিত ৯৮৭ জন, লাদাখে ৪৩ জন, মধ্যপ্রদেশে ৪৪২৬ জন, মণিপুরে ৩ জন (দু’জন সুস্থ), মেঘালয় ১৩ জন, মিজোরামে একজন, ওডিশায় ৬১১ জন, পুদুচেরিতে ১৩ জন, পঞ্জাবে ১৯৩৫ জন, রাজস্থানে ৪৫৩৪ জন, তেলেঙ্গানায় ১৪১৪ জন, ত্রিপুরায় ১৫৬ জন, উত্তরাখণ্ডে ৭৮ জন, উত্তর প্রদেশে ৩৯০২ এবং পশ্চিমবঙ্গে ২৩৭৭ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.