ভারতে ১১.৫৪ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১১,৫৪,২৯,০৯৫-এ পৌঁছে গেল। একইসঙ্গে বিগত ২৪ ঘন্টায় ভারতে ১২.২০ লক্ষের বেশি করোনা-পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৫ নভেম্বর (বৃহস্পতিবার সারা দিনে) ভারতে ১২,২০,৭১১টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে এ পর্যন্ত দেশে ১১,৫৪,২৯,০৯৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
স্বস্তি দিয়ে ভারতে দ্রুত বাড়ছে সুস্থতার সংখ্যা, তেমনই ভারতে করোনায় মৃত্যুও হু হু করে বাড়ছে। শুক্রবার সকাল আটটা পর্যন্ত করোনা-আক্রান্ত ১২৪,৯৮৫ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৬৭০ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৭,৭৬,৫৯,৬৬ জন (৯২.৩২ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ৫,২০,৭৭৩ জন করোনা-রোগী (৬.১৯ শতাংশ)।
2020-11-06