ভয়ের আবহে বাংলাদেশে শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জানিয়েছে, গত বছর সারাদেশে দুর্গাপূজার মণ্ডপের সংখ্যা ছিল ৩০ হাজার ২১৩টি। এবার এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ হাজার ১১৮। হিসেবমতো, গত বছরের চাইতে এক হাজার ৯০৫টি বেশি। আর ঢাকা মহানগরে পূজা মণ্ডপের সংখ্যা ২৩৮টি যা গতবছর থেকে চারটি বেশী।
কাগজে কলমে যাই হোক না কেন। দেশজুড়ে শুরু হয়েছে দূর্গা মূর্তি ভাঙা ও পুজোকে কেন্দ্র করে হিন্দুদের উপর আক্রমণ।
কদিন আগেই কুষ্টিয়া,সুন্দরগঞ্জ, মীরগঞ্জের সাচিয়া সাহাপাড়ায় দূর্গা প্রতিমা ভাংচুর করা হয়। কুষ্টিয়াতে মুসলিমরা বড়োসড়ো আক্রমণ চালায় আড়ুয়াপাড়ার ঐক্য যুবসংঘের পুজো প্যান্ডেলে।
মা দুর্গার প্রতিমা সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভেঙে দেওয়া হয়েছে গণেশ , কার্তিক , লক্ষী ও সরস্বতী ঠাকুর এর মূর্তিও। মূলত মুন্ডুচ্ছেদ করা হয় মূর্তি গুলির।
ওই আক্রমণের ধারাকে এগিয়ে নিয়ে গিয়ে গতকাল জয়পুরহাটে মূর্তি ভাঙা হয়।
আজকে রাজধানী ঢাকার টিপু সুলতান রোডের শঙ্খনিধি পূজা মণ্ডপে হামলা হয়। আরেকটি আক্রমণের ঘটনা ঘটে চট্টগ্রামের কোতোয়ালিতে।
দূর্গা প্রতিমা প্যান্ডেলে ঢোকাবার সময় মূর্তির উপর আক্রমণ করে এক মুসলিম ব্যক্তি। পুলিশ এই ঘটনার দায়ে তাকে গ্রেফতার করে।
এছাড়া, সবার উপজেলার রুস্তমপুর গ্রামে ও একই ধরণের আক্রমণের ঘটনা ঘটে।
হিন্দুরা ধারাবাহিক আক্রমণের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ও শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে এর সুবিচার চাইছেন ।