Breaking News: মাঝ আকাশে ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান

ফের ভেঙে পড়ল ভারতীয় সেনার বিমান৷ বৃহস্পতিবার ভারতীয় সেনার সুখোই-৩- জেটটি অসমের তেজপুরে ভেঙে পড়ে৷ দুই পাইলট আহত হলেও তাঁরা বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা যাচ্ছে৷ কী কারণে এই ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হবে বলে জানা যাচ্ছে৷

জানা গিয়েছে, তেজপুর থেকে এটি রুটিন ট্রেনিংয়ে বেরিয়েছিল৷ কিছুটা দূরে গিয়েই ভেঙে পড়ে এটি৷ দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন৷

এর আগে, গত মার্চ মাসে, ভেঙে পড়ে মিগ ২৭ যুদ্ধবিমান৷ ভারতীয় বায়ুসেনার এই মিগ বিমানটি রুটিন মহড়া দিচ্ছিল বলে খবর৷ সেই সময়েই আচমকা বিমানটি ভেঙে পড়ে৷ রাজস্থানের যোধপুরে এই রুটিন মহড়া চলছিল৷ যোধপুরের গোদানায় বিমানটি ভেঙে পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ৷

তারও আগে গত ফেব্রুয়ারিতে, মধ্য কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান৷ বিমানে আগুন লেগে যায়৷ দুই পাইলট নিহত হয়৷

জানা যায়, শ্রীনগরের এয়ারবেস থেকে এই যুদ্ধবিমান কিছুটা উড়ে যাওয়ার পরে, কয়েক কিলোমিটারের মধ্য়েই এই দুর্ঘটনা ঘটে৷ ফাঁকা জায়গায় ভেঙে পড়ে এটি৷ এলাকায় বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভেঙে পড়ে এই যুদ্ধবিমান৷ তবে কি কারণে এই বিস্ফোরণ, কেন এটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.