#Breaking খবর: ভারতীয় বায়ু সেনার MiG 27 UPG যুদ্ধ বিমান ভেঙে পড়ল

আজ বেলা পৌনে বারোটা নাগাদ ভারতীয় বায়ু সেনার একটি MIG-27 UPG যুদ্ধ বিমান রাজস্থানের যোধপুরের প্রায় ১২০ কিমি দক্ষিনে ইঞ্জিনে সমস্যার কারণে ভেঙে পড়ল।

চালক সুরক্ষিত ভাবে বেরিযে এসে রক্ষা পেয়েছে। প্রাথমিক ভাবে কোনো প্রাণহানি বা সম্পদ ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

এবছরে এটি এখনো পর্যন্ত যুদ্ধ বিমান ভেঙে পড়ার নবম ঘটনা আর এ মাসের দ্বিতীয়।

কেবল ফেব্রুয়ারীতেই ছয়টি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল যার মধ্যে একটি করে মিরাজ-২০০০,মিগ-২৭,মিগ-২১, এমআই-১৭ ও দুটি সুর্যকিরণ হক ছিল। পুলওয়ামার আত্মঘাতী জঙ্গী হামলার পর সীমান্তে যুদ্ধ কালীন পরিস্থিতির কারনে ঐ মাসে পাক য়ুদ্ধ বিমান এফ-১৬ কে তাড়া করে একটি একটি মিগ-২১ সহ উভয়ে ভেঁগে পড়েছিল। জানুয়ারীতে একটি জাগুয়ার সহ এ মাসে এর আগে একটি মিগ-২১ ভেঁগে ছিল।

ভারতীয় বায়ু সেনার তরফে ঘটনার কোর্ট তদন্ত হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.