সংসারে এতই টানাটানি সরকারি কর্মচারীদের ডি এ দিতে পারছিনা

সংসারে এতই টানাটানি সরকারি কর্মচারীদের ডি এ দিতে পারছিনা ।

গত চার বছরে ডি এ মামলা বিলম্বিত করতে আইন দফতরের সুপারিশ অনুযায়ী রাজ্যের অর্থ দফতর আইনজীবীদের এবং আদালত রিলেটেড অন্য খরচ মেটাতে সোয়া সাত কোটি দিয়েছি ।

অভীরুপ সরকারের পে কমিশনের ছেলে খেলা জারি রাখতে গত কয়েকবছর অফিস চালাতে, গাড়ি, ইলেকট্রিসিটি, সংশ্লিষ্ট কর্মচারীদের মাইনে, establishment বাবদ খরচ করেছি ৩ কোটি ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা।

সংসারে বড্ড টানাটানি ।

ভাঁড়ারে অর্থ নেই । তাই সাড়ে ৫ লক্ষ সরকারি স্থায়ী পদে লোক নিইনি । ১ লক্ষ ১৩ হাজার স্কুল শিক্ষক নিয়োগ করিনি । গ্রুপ ডি তেই খালি পদ রেখেছি ১ লক্ষ ৩৮ হাজার ৬৮ টি । দমকলে প্রায় ১২ হাজার স্থায়ী পদে লোক নেই, চলছে হাতুড়ে দিয়ে । সরকারি লাইব্রেরীগুলোতে ৩৭২৮ টি পদ ফাঁকা । পঞ্চায়েত, পুরসভায় সব চালাচ্ছি ডেলি ওয়েজের টাকা দিয়ে । এই মুহূর্তে কলকাতা কর্পোরেশনের শূন্য পদের সংখ্যা ২৯ হাজার । পঞ্চায়েতে গ্রামে গঞ্জে খালি পদ প্রায় ৫৩ হাজার । পুরসভা, কর্পোরেশন গুলোতে শূন্য স্থায়ী পদ গড়িয়েছে ৬৮ হাজারের ওপর ।

লোক নিতে পারিনি, টাকা নেই, কি করব ? আমাকে মেরে ফেললেও তো টাকা দিতে পারব না । আমার দিকটাও তো বুঝতে হবে ।

পুজোতেই ২০২ কোটি উদ্যোক্তাদের দিয়েছি । ফায়ার লাইসেন্স, পুর ফি মুকুব করে পুজো বাবদ আরও প্রায় সত্তর কোটি বেরিয়ে গেছে । আমার অবস্থাটাও তো বুঝতে হবে । চড়ি না চড়ি ১০ সিটের একটা প্লেন ভাড়া করে রেখেছি । ২ জন পাইলট, একজন ইঞ্জিনিয়ার, একজন এয়ার হোস্টেসকে কলকাতার ফাইভ স্টার হোটেলে রেখেছি । মাসে সোয়া দু কোটি গুনতে হচ্ছে । বছরে প্রায় ৩০ কোটি যাচ্ছে ।

এগুলো কি খরচ নয় ? কি ভাবেন আপনারা ? সব কি ফোকোটে হচ্ছে ? তিল তিল করে খরচ করতে হচ্ছে ।

এই যে রাস্তায় বসে পড়ছে চাকরি প্রার্থীরা বুঝছে না কি কষ্টে সংসার চালাচ্ছি । এটা ঠিক যে দশ বছরে এস এস সি পরীক্ষা নিয়েছি দু বার । টেট পরীক্ষায় চাকরি দিয়েছি একবার দশ বছরে । এগুলো ঠিক কিন্তু এটাও তো বুঝতে হবে ওদের মায়েদের বলেছি ৫০০ করে দেব । তাও এত অবুঝ !!

সংসারটা কিভাবে চালাচ্ছি কেউ বুঝছে না । সমব্যথীর due হয়ে আছে বছর খানেক । বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী ভাতা চালাচ্ছি কেন্দ্রের ঘাড় দিয়ে (IGNOAP, IGNWP) । রেশনে ৬ কোটি ২ লক্ষ গ্রাহককে কেন্দ্রের ফুড সিকিওরিটির আওতায় দিয়ে পুরো রেশনটা চালিয়ে দিচ্ছি খাদ্য সাথী বলে । কেন্দ্র মাথা পিছু ভর্তুকি দিচ্ছে বটে ১৩৫ টাকা, আমাদেরও তো মাথা পিছু ভর্তুকি দিতে হচ্ছে ৫ টাকা করে । সেটা কি খরচ নয় ?

কেউ বুঝল না । এই যে সব রিটায়ার্ড লোকদের পুনর্বাসন দিচ্ছি তার খরচ কে চালাচ্ছে ? মুখ্য সচিব থেকে রাজীব সিনহা রিটায়ার্ করার দিনেই ওকে আবার পুনর্বাসন দিলাম । আলাপনকে আড়াই লাখে পুনর্বাসন দিলাম । আই পি এস গুলোকে সব অবসরের পরেই এক এক করে এক্সটেনশন দিচ্ছি । এঁদের কি পরিমান মাইনে দিতে হয় কেউ জানেন ? কোন আইডিয়া আছে যাঁরা টাকা কেন নেই বলে চিৎকার করে !

এই যে সিভিক পুলিশ গুলো মাঝে মাঝে কান্না জোড়ে আমাদের কি হবে, আমাদের কি হবে বলে, ওরা জানে কিভাবে ওদের আই পি এস গুলোকে আমাকে রাখতে হচ্ছে ? এই যে ডি জি বীরেন্দ্র রিটায়ার করল সঙ্গে সঙ্গে ওকে এক্সটেনশন দিলাম । আরেক আই পি এস মৃত্যুঞ্জয় সিং । যেদিন অবসরের দিন তার পরের দিনেই ওকে এক্সটেনশন দিয়েছি ।

শুধু আই পি এস ? পি ডব্লিউ ডির আই এ এস নবীন প্রকাশ অবসর নেওয়ার পরের দিনেই আবার পুনঃ নিয়োগ দিচ্ছি । দু বছরের জন্য সবাইকে । কম খরচ আমার এঁদের মাইনে দিতে । অবসরের আগে যা পেত তার থেকে অনেক ভালো দিই ।

এই যে অমিত মিত্রকে রেখে দিলাম । মন্ত্রী নয় অথচ মন্ত্রী । ওকে রাখতে আমার কম খরচ হবে !! এইতো নোটিশে লিখেই দিয়েছি Dr Mitra shall be entitled to emoluments, allowances and perks as admissible to a Cabinet Minister of the State Government .

এই যে আজ সব আই এ এস অফিসারদের Special Allowance এক ধাক্কায় নোটিশ দিয়ে বাড়িয়ে দিলাম । কম খরচা এর জন্য ? নীচের তালিকাটা দেখুন । এস ডি ও থেকে চিফ সেক্রেটারি সব পোস্টেই হাত খরচ বাড়িয়ে দিলাম । ওরা চায়নি তাও ।

কেউ ভাবেনা এগুলো । সবাই ভাবে আমার সংসারের টাকা ভাই, ভাইপোটাই খেয়ে যাচ্ছে । কথাটা ঠিক নয়, একদমই নয় ।

আমার শুধু একটা বাজে শখ আছে । নিজের হাসি মুখের ছবিটা বিজ্ঞাপনে দেখতে আমার নিজেরই ভীষণ ইচ্ছে করে । তাই ওই বাবদ একটা বাজে খরচ আমি করি, স্বীকার করছি । আনন্দবাজার, বর্তমান, এইসময়ে তাই প্রচুর বিজ্ঞাপনও দিই । দিয়ে ফেলি ।

ওই বাবদ কম খরচ হয় ? এনি আইডিয়া ? মাসে এক একটা কাগজকে, চ্যানেলকে দিতে তিন, চার কোটি টাকা করে আমার বেরিয়ে যায় । ওরাও খুশী থাকে, আমি যা বলিনি, যা করিনি তাও প্রচার করে । সরকারি খরচে ফোকোটে লাভ তো আমারই । তাই না ? শুধু খরচটা বাজে করি, এটাই যা । স্বীকার তো করছি । এই স্বীকারই বা কজন করে বলুন । এটাই তো আমার সরলতা, তাই না ?

লোকে এগুলো বোঝে না । খালি বাজে চেঁচায় ।

সন্ময় বন্দ্যোপাধ্যায় (৯৮৩৪২৬০৭৮)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.