সুস্থ আছেন অসুস্থতার জল্পনায় জল ঢেলে জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। গত কয়েক দিন যাবৎ তাঁর স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। শনিবার তারই জবাব দিতে টুইটারে বিবৃতি দিয়ে অমিত শাহ (Amit Shah) জানালেন, সুস্থ আছি, ভালো আছি।
করোনা আবহে
বেশ কয়েকদিন ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের স্বাস্থ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু গুজব রটে। অবশেষে শনিবার এনিয়ে
টুইটারে বিবৃতি দিয়ে অমিত শাহ জানালেন, ‘যখন এসব গুজব আমার
নজরে আসে আমি ভাবলাম মানুষ নিজের কল্পনাশক্তিতে ভর করে থাকুক। তাই আমি কোনও প্রতিক্রিয়া
দিইনি।’ টুইটে তিনি আরও লিখেছেন, ‘আমার বেশ কয়েকজন বন্ধুস্থানীয় ব্যক্তি আমার সম্পর্কে
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে। কেউ কেউ তো টুইট করে আমার আত্মার শান্তি কামনাও করেছেন।
দেশ যখন করোনা ভাইরাসের অতিমারির সঙ্গে লড়াই করছে আর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক
রাত পর্যন্ত মন্ত্রকের কাজ নিয়ে ব্যস্ত থাকছে তখন এইসব বিষয়ে ভাবার অবকাশ থাকে না।’
অপপ্রচারকারীদের একহাত নিয়ে তিনি আরও লিখেছেন, ‘হিন্দুদের মধ্যে এমন
ধারণা রয়েছে যে, এইধরনের গুজব স্বাস্থ্যকে আরও তরতাজা করে তোলে। আমি আশা করব তাঁরা
এবার ব্যর্থ চেষ্টা ছেড়ে নিজেরাও কাজ করবেন আর আমাকেও কাজ করতে দেবেন।’ যে সমস্ত দলীয়
কর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁর শারীরিক সুস্থতা কামনা করেছেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি
অমিত শাহ।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, ‘কিন্তু লাখ লাখ দলীয় কর্মী এবং শুভানুধ্যায়ীরা যখন গত দুই দিন ধরে বিশেষ উদ্বিগ্ন হয়ে পড়লেন, তখন তা এড়িয়ে যাওয়া আসম্ভব হল। এই কারণে আজ জানাচ্ছি, আমি সম্পূর্ণ সুস্থ আছি এবং আমার কোনও অসুখ নেই।’