মুসলিম শরণার্থীদের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক ইউরোপের দেশ। এই নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান এর (Victor Orban, P M , Hungary) পরিষ্কার বক্তব্য , ” দেশে মুসলিম ঢোকালে কি পরিণতি হয় তা ইউরোপের বহু দেশই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে।আমরা অমানবিক নই , কিন্তু যাদের উদ্দেশে আমরা মানবিকতা উদারতা ও সেক্যুলারিজম দেখিয়ে এসেছি বা আসছি , সেই মুসলিমরা তো এই সব দর্শনেই বিশ্বাস করেনা , তাই মুসলিম ঢোকানোর প্রশ্নই ওঠেনা।”
ভিক্টর আরো বলেন যে মুসলিম অনুপ্রবেশ বা শরণার্থী সমস্যা সমার্থক এবং তা গোটা ইউরোপীয় তথা বিশ্ব সভ্যতার পরিপন্থী।
নিঃসন্দেহে এই বক্তব্য নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে তবে এই নিয়ে প্রধানমন্ত্রী ভিক্টর ভাবতেই রাজি নন , বরং তার দেশে তিনি এই বিষয় বিপুল সমর্থন পাচ্ছেন।
প্রসঙ্গত , ৭১৯ জন মুসলিম অনুপ্রবেশকারী ইতিমধ্যেই হাঙ্গেরির বিভিন্ন জেলে বন্দি আছেন।এরই সাথে হাঙ্গেরির বিভিন্ন দক্ষিণপন্থী সংগঠনের হাতে বেদম মার খেয়ে প্রাণ হারিয়েছেন অন্তত একশো জন মুসলিম অনুপ্রবেশকারী।