গত মাসের সাতাশ তারিখে ওড়িশার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে উপগ্রহ ধ্বংসকারী অ্যান্টি স্যাটেলাইট মিসাইলের সফল উৎক্ষেপন সম্পন্ন করেছে ডিআরডিও। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে সেই উৎক্ষেপনেরই ভিডিও প্রকাশিত হল রবিবার।

ভিডিওয় দেখা গিয়েছে একগুচ্ছ ছবি, গ্রাফিক্স। ঠিক কী ভাবে মিসাইল আকাশে উঠল, সেটাই স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে ভিডিওতে। মাটি থেকে উড়ে যাওয়ার পরে, ঠিক ২৮৩ কিলোমিটার উচ্চতায় গিয়ে হিট করে সেই মিসাইল। এই সাফল্যের কথা অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই ঘোষণা করেছিলেন গণমাধ্যমে। এত দিনে ভিডিও আকারে দেখতে পেল সাধারণ মানুষ।

দেখুন সেই ভিডিও।

A-SAT

An Anti-Satellite (A-SAT) test was successfully conducted by DRDO on 27 March, 2019 with a new interceptor missile against alive orbiting satellite in the Low Earth Orbit (LEO) in a “Hit to Kill” mode. The interceptor missile is a three stage missile having two solid rocket boosters and a “Hit to Kill” capable Kill Vehicle (KV).The ASAT mission was conducted, as per the directives of the Hon’ble PM in 2016, to demonstrate India’s advancing technological capabilities in engaging space based threats involving complex mission planning and execution.The geographically distributed C4I weapon system detected, tracked and classified it as a satellite. The mission control centre (MCC) authorized destruction of the target through an assignment to the launch control centre (LCC). The LCC, in turn, computed a feasible intercept solution, prepared and launched the interceptor missile from Dr APJ Abdul Kalam Island, Dhamra, Odisha. The “Kill Vehicle (KV)” was released as per the real-time computation of the sequence of events followed by the jettisoning of the heat shield.

Posted by Ministry of Defence, Government of India on Saturday, April 6, 2019

এবং একই সঙ্গে, এই সাফল্যের মাধ্যমে বিশ্বের প্রথম সারির কয়েকটি দেশের পাশে নাম উঠেছে ভারতের। এত দিন পর্যন্ত এই উপগ্রহ ধ্বংসের ক্ষমতা ছিল কেবল আমেরিকা, রাশিয়া ও চিনের হাতে। ভারত বিশ্বের চতুর্থ দেশ, যারা এই সাফল্যের ও ক্ষমতার অধিকারী হল।

ভারতের এই প্রজেক্টের নাম ছিল ‘মিশন শক্তি’। তিন মিনিটেই সফল হয় তিনশো কিলোমিটার দূরের স্যাটেলাইট ধ্বংসের সেই মিশন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই অভিযানে কোনও আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করা হয়নি। এতে কোনও দেশের কোনও ক্ষতি করাও ভারতের উদ্দেশ্য নয় বলে জানিয়েছেন তিনি।

ডিআরডিও প্রধান জি সতীশ রেড্ডি বলেন, “আমরা ডাইরেক্ট এনার্জি উইপন, লেজার ইলেক্ট্রোম্যাগনেটিক পালসের সঙ্গে অর্বিট্যাল কিলার্সের টেকনোলজিকে আরও উন্নত করার জন্য কাজ করছি।” তিনি জানান, এই বিষয়ে সম্পূর্ণ তথ্য দেওয়া সম্ভব না হলেও, ভারত  এই মিশনে অনেক এগিয়ে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.