কানপুরে ভয়াবহ দুষ্কৃতী-হামলা, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ৮ জন পুলিশ কর্মীর

উত্তর প্রদেশের কানপুরে (Kanpur) দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ৮ জন পুলিশ কর্মী। মৃত ৮ জন পুলিশ কর্মীর মধ্যে ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্রও রয়েছেন। বাকি ৭ জনের মধ্যে তিনজন সাব-ইন্সপেক্টর এবং চারজন পুলিশ কনস্টেবল। এডিজি কানপুর জোন জে এন সিং জানিয়েছেন, ২ ও ৩ জুলাইয়ের মাঝামাঝি রাতে কানপুরের চৌবেপুর থানার অন্তর্গত বিকারু গ্রামে কুখ্যাত হিস্ট্রি-শিটার বিকাশ দুবের সন্ধানে তল্লাশি অভিযানে গিয়েছিল পুলিশের একটি টিম। ৬০টিরও বেশি অপরাধ মামলায় অভিযুক্ত বিকাশ দুবে-কে গ্রেফতার করতেই গিয়েছিল পুলিশের টিম। বিকারু গ্রামে বিকাশ দুবের গোপন ডেরায় পুলিশ কর্মীরা পৌঁছতেই, রাতের অন্ধকারে একটি বিল্ডিংয়ের ছাদ থেকে দুষ্কৃতীরা পুলিশ কর্মীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে থাকে। গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ডেপুটি এসপি দেবেন্দ্র মিশ্র-সহ ৮ জন পুলিশ কর্মী। এছাড়াও ৭ জন পুলিশ কর্মী প্রাণে বেঁচে গেলেও, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কানপুরের এসএসপি জানিয়েছেন, খুনের মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করতে গিয়েছিলেন পুলিশ কর্মীরা।

ডিজিপি এইচ সি অবস্থি জানিয়েছেন, আমাদের ৭ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা পালাতে সক্ষম হয়েছে। আইজি, এডিজি, এডিজি (আইন ও শৃঙ্খলা) ঘটনাস্থলে পৌঁছেছে। কানপুর থেকে ফরেনসিক টিম পৌঁছেছে, লখনউ থেকে পৌঁছেছে বিশেষজ্ঞ টিম। ডিজিপি আরও জানিয়েছেন, হিস্ট্রি-শিটার বিকাশ দুবের বিরুদ্ধে ৩০৭ ধারায় মামলা দায়ের হয়েছে, পুলিশ তাকে গ্রেফতার করতে গিয়েছিল। জেসিবি-র কারণে আমাদের গাড়ি যেতে বাধা পেয়েছিল। কার্যত বাধ্য হয়েই গাড়ি থেকে নামতেই গুলি চালায় আততায়ীর। পাল্টা গুলি চালানো হয়েছিল, কিন্তু দুষ্কৃতীরা অনেক উপরে ছিল।


ভয়াবহ এই দুষ্কৃতী হামলায় ৮ জন পুলিশ কর্মীর মৃত্যুতে গভীর শোকস্তব্ধ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহত পুলিশ কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি ডিজিপি এইচ সি অবস্থিকে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই হামলার ঘটনায় রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.