মাত্র ৫ সপ্তাহেই ক্লাসের ফেল করা ছাত্র হয়ে উঠল ফার্স্ট বয়। কোনও বেস্ট সেলারের গল্প বা সিনেমার স্ক্রিপ্ট নয়, এরকম ভেল্কি দেখালো ভারতীয় মুদ্রা। মাত্র ৫ সপ্তাহে সবথেকে নীচ থেকে এশিয়ার শ্রেষ্ঠ মুদ্রা হিসেবে গণ্য হল টাকা। কয়েকমাস আগে যে টাকার মূল্য কমার জেরে বাজারদর আকাশ ছুঁইছুঁই ছিল, পেট্রল-ডিজেলের দাম পকেট ফুটো করে দিচ্ছিল, সেই ‘রুপিয়া’ ই এখন আশার আলো দেখাচ্ছে। বিশেষজ্ঞদের আশা জুনের শেষে টাকার মূল্য আমেরিকান ডলারের তুলনায় ৬৭ টাকা হয়ে যাবে। সিঙ্গাপুরের স্কটিশ ব্যাঙ্কের অ্যানালিস্ট গাও কি জানিয়েছেন সম্প্রতি বালাকোটে ভারতের এয়ার স্ট্রাইকের পর নরেন্দ্র মোদীর আবার জেতার সম্ভাবনা দেখা দেওয়ায় টাকার কদর বাড়ছে বিশ্ববাজারে। একই মত কোটাক সিকিউরিটিজের বিশ্লেষক অনিন্দ্য ব্যানার্জিরও। তাঁর মতে, বালাকোটের পর দেশজুড়ে যে মোদী ঢেউ উঠেছে তার ফলেই বাজারের মুড বদলেছে। এছাড়াও গতমাস পর্যন্ত ৩০ লক্ষ ডলারেরও বেশী মূল্যের ভারতীয় শেয়ার কেনাবেচা হয়েছে। এরফলেও কিছুটা ভাল ফল করেছে টাকা। বিশেষজ্ঞদের আশা, মোদী ফের ক্ষমতায় ফিরলে টাকার দাম বিশ্ববাজারে আরও বাড়বে।
2019-03-20