আরএসএস এর একটি ঘোষণা মারফৎ জানা গেছে যে ‚ বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা HCL এর চেয়ারম্যান শিব নাদার ৮ই অক্টোবর নাগপুরে বিজয়া দশমীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আরএসএস এর এই সুপরিচিত বার্ষিক অনুষ্ঠানে সবসময়ই সমাজের সর্বস্তরের ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
নাগপুরের মহানগর সঞ্চালক রাজেশ লোয়া জানিয়েছেন যে ‚ HCL এর প্রতিষ্ঠাতা – চেয়ারম্যান শিব নাদার ৮ই অক্টোবর বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এই বিজয়া দশমীর অনুষ্ঠানটি আরএসএস এর প্রতিষ্ঠা দিবস হিসাবেও পালন করা হয়। কারণ ১৯২৫ সালে কেশব বলিরাম হেডগেওয়ার কয়েকজন মাত্র ব্যক্তিকে নিয়ে সংস্থাটি প্রতিষ্ঠা করেন। আর প্রতিষ্ঠালগ্ন থেকেই RSS বহু দশক ধরে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করার লক্ষ্যে কাজ করে চলেছে।
আজ এই ৯০ বছরেরও বেশী সময় পর দেশের সমস্ত শীর্ষস্থানীয় পদগুলি RSS ব্যক্তিত্বদের দখলে।
রাজনৈতিক পর্যবেক্ষকরা আরএসএসের অনুষ্ঠানগুলি এবং নেতৃবৃন্দের বক্তব্য ‚বিশেষত সরসঙ্ঘচালক মোহন ভাগবতের বক্তব্যগুলি গভীরভাবে পর্যবেক্ষণ করে থাকেন।
এদের মধ্যে আছেন ‚ শিশু অধিকার কর্মী এবং নোবেল বিজয়ী ব্যক্তিত্ব কৈলাশ সত্যার্থী, দলিত নেতা নির্মল দাস মহারাজ, সাবেক ডিআরডিও প্রধান বিজয় কুমার সারস্বত প্রমুখ।