বিখ্যাত চুলের বিন্যাসকারী ডিসাইনার এবং উদ্যোগপতি জায়েদ হাবিব দিল্লিতে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। দলে যোগ দিয়ে হাবিব বলেন, তিনিও এখন থেকে দেশের চৌকিদার হলেন। তিনি বলেন “আজ তক ম্যা বালোঁ কা চৌকিদার থা, আজ ম্যাঁ দেশ কা চৌকিদার বন গ্যায়া হুঁ” (এখন পর্যন্ত আমি চুলের চৌকিদার ছিলাম, এখন আমি দেশের চৌকিদার হলাম)।
কয়েক প্রজন্ম ধরে হাবিবের পরিবারের চুলের কাটা, বিন্যাস ও ডিসাইনের পেশায় রয়েছে এবং তারা দেশের শীর্ষ নেতাদের সাথেও ঘনিষ্ঠ হয়েছে। হাবিবের পিতামহ নাজির আহমেদ ভারতের শেষ ভাইসরয়, লর্ড মাউন্টব্যাটেন এবং প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর ব্যক্তিগত নাপিত ছিলেন।
জায়েদহাবিব রাষ্ট্রপতি ভবনে জন্মগ্রহণ করেন, কারণ তাঁর পরিবার সেখানে বসবাস করতেন। তাঁর পিতা হাবিব আহমেদও একজন বিখ্যাত চুলের স্টাইলিস্ট ছিলেন এবং জওহরলাল নেহেরু এবং অন্যান্য বিখ্যাত ব্যক্তিরা তাঁর ক্লায়েন্ট ছিলেন।
গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদি দেশে পরিবর্তন নিয়ে এসেছেন বলে বিজেপির সাথে যোগ দিতে পেরে জায়েদ খুশি।
হাবিব বললেন কেউ যেন তাদের জীবনের পেছনের দিকে তাকিয়ে লজ্জিত না হন। যখন দেশের প্রধানমন্ত্রী গর্বিতভাবে বলতে পারেন যে তিনি একজন চাওয়াল, তাঁর কাছ থেকে অনুপ্রানীত হয়ে নিজেকে একজন’নাই’ অর্থাৎ নাপিত বলার জন্য লজ্জা করি না বলে মন্তব্য করেন তিনি।
জায়েদ হাবিব তার পারিবারিক পেশাকে বাড়িয়ে এক উদ্যোগপতি হয়ে ওঠেন। এখন দেশের ২৪ টি রাজ্যে ৮০০র বেশি শাখা রয়েছে তাঁর জায়েদ হাবিব হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের । তিনি হেয়ার ড্র্রেসিং এর উপর বিভিন্ন কর্মশালা এবং সেমিনার আয়োজন করেন এবং এই বিষয়ে কয়েকটি বইও লিখেছেন।