মোদীর রাজ্যে সুরক্ষিত নয় ডিজিটাল প্ল্যাটফর্ম। গুজরাত প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইট খুলতেই দেখা যাচ্ছে হার্দিক প্যাটেলের যৌন কেলেঙ্কারির ছবি। যা কয়েক বছর আগে প্রকাশিত হয় এবং তীব্র বিতর্কের সৃষ্টি হয়।
সেই ছবিই ফের ঘুরে এল রাজনীতির ময়দানে। তাই বলে গুজরাত প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইট খুললে দেখা যাবে সেই ছবি! অবাক করার মত বিষয় অবশ্যই। একই সঙ্গে এটাও পরিষ্কার যে হ্যাক হয়েছে কংগ্রেসের ওয়েবসাইট। তাও আবার ডিজিটাল ইন্ডিয়ার শ্লোগান তোলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে।
শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশনের সাইবার ক্রাইম শাখায় গুজরাত প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করেছেন গুজরাত প্রদেশ কংগ্রেসের মুখপাত্র মনিশ দোশি। তাঁর মতে, “যে ছবিটা দেওয়া দেখা যাচ্ছে সেটা অনেক আগের। সেই সময়ে হার্দিক প্যাটেল একটা আন্দোলন করছিলেন।” পাশাপাশি তিনি আরও বলেছেন, “গত ১২ মার্চ রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেস যোগ দিয়েছেন হার্দিক প্যাটেল। রাজনৈতিক ভাবে লড়তে না পেরে কেউ কেউ এই ধরনের নোংরা খেলা খেলছে।”
নাম উল্লেখ না করলেও কংগ্রেস যে এই কাজের জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলছে তা বলাই বাহুল্য। বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। গুজরাতের বিজেপির মুখপাত্র তিজেন্দ্র পাল সিং বজ্ঞা বলেছেন, “আমি রাহুল গান্ধীর কাছে জানতে চাইব, কংগ্রেস কী হার্দিক প্যাটেলের এই সব গুণাবলী নিয়েই ভটে জিততে চাইছে?”
হ্যাক হওয়ার বিষয়টি জানার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে গুজরাত প্রদেশ কংগ্রেসের ওয়েবসাইট। খুব শীঘ্রই তা স্বমহিমায় ফিরে আসবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে।