কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্বে শুক্রবার বসছে পণ্য পরিষেবা কর পর্ষদের ৩৭ তম বৈঠক ৷ আর এই বৈঠকে প্রায় ৮০ টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে ৷

এই বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে করের হার নির্ধারণের বিষয়ে আলোচনা হওয়ার কথা যার মধ্যে রয়েছে অটোমোবাইল, বিস্কুট এবং হোটেল৷ তাছাড়া প্রস্তাব রয়েছে ছোট ছোট জিএসটি অ্যাসেসিদের প্রথম বছরের জন্য রিটার্ন ফাইল করার ক্ষেত্রে ছাড় রয়েছে ৷ পাশাপাশি রিটার্ন ফাইল আরও সরলীকরণ করার ব্যাপারে কথা হবে ওই বৈঠকে ৷

শিল্পমহল দাবি তুলেছে ,গাড়ি শিল্পকে বাঁচাতে জিএসটি কমানোর ৷ যাতে রাজ্যের অর্থমন্ত্রীদের সঙ্গে আলোচনা করে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বিষয়টি ভেবে দেখা হবে বলে জানিয়েছিলেন ৷ এদিকে অধিকাংশ রাজ্যের অর্থমন্ত্রীই চাইছেন এই পরিস্থিতিতে গাড়িতে কর কমাতে। কিন্তু সে পথে হাঁটতে গেলে পরিস্থিতি জটিল হওয়ার সম্ভাবনা ৷

এদিকে আবার জিএসটি চালুর শর্ত অনুসারে রাজ্যগুলিকে ক্ষতি পূরণ দিতে গিয়ে হিমসিম খাচ্ছে কেন্দ্রে ৷ জিএসটি চালুর সময় কেন্দ্র ও রাজ্যের অর্থমন্ত্রীরা ধরেছিলেন বছরে অন্তত ১৪% হারে রাজস্ব আয় বাড়বে৷ কিন্তু তা না হওয়ায় প্রতিশ্রুতি মতো এবার কেন্দ্রকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে।

দেখা গিয়েছে উত্তর-পূর্বের পাঁচ রাজ্যে বাদে বাকি সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকেই এই ক্ষতিপূরণ দিতে হবে কেন্দ্রকে৷ এমনিতেই কেন্দ্রের রাজকোষের বেহাল দশা তার উপর এই ক্ষতিপূরণ যোগাতে গিয়ে জটিলতা বাড়ছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.