কংগ্রেস রাহুল গান্ধীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে সহানুভূতি প্রাপ্ত করতে চেয়েছিল। কিন্তু তদন্তের পর রাহুল গান্ধীর সেই আশায় জল ঢেলে দিলো! আমেঠিতে রাহুল গান্ধী নির্বাচনী প্রচারে ছিলেন। আর তখনই ওনার মাথায় একটি সবুজ রশ্মি দেখা যায়। আর কংগ্রেস ভোট পাওয়ার জন্য সেটিকে সুরক্ষার ইস্যু বানিয়ে দেয়।
কংগ্রেস থেকে অভিযোগ করা হয় যে, কোন স্নাইপার রাইফেল রাহুল গান্ধীকে নিশানা করেছিল। আর ওনার সুরক্ষায় অলস্য দেখানো হয়েছে। কংগ্রেস অভিযোগ করে জানায় যে, কোন স্নাইপার রাহুল গান্ধীকে মারতে চেয়েছিল!
কংগ্রেস নিজেদের ফটোগ্রাফার নিযুক্ত করেছিল, যাতে সেই ফটোগ্রাফার রাহুল গান্ধীর ভালো ছবি তুলতে পারে। আর সেই ক্যামেরা ম্যানের ফ্ল্যাশ লাইট রাহুল গান্ধীর মাথায় পড়ে, আর তারপরেই কংগ্রেস সেটাকে কেন্দ্রের ষড়যন্ত্র আখ্যা দিয়ে সহানুভূতি প্রাপ্ত করতে চায়।
আপনাদের জানিয়ে রাখি যে, যেকোন স্নাইপারের লেজার লাইট এর আলো লালই হয়। সবুজ রঙয়ের লেজার লাইট ব্যাবহার করা হয়না, কারণ ওই আলো দিনের বেলায় অনেক দূর পর্যন্ত দেখা যায়না। লাল রঙ এর আলো অনেক দূর পর্যন্ত দেখা যায়, আর সেই জন্যই সবুজ রঙ এর লেজার স্নাইপারেরা ব্যাবহার করেনা।