জসপ্রিত বুমরা তাঁর কাছে সাধারণ বোলার। হার্দিক পান্ডিয়া তাঁর তত্ত্বাবধানে ট্রেনিং করলে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার হতে পারেন। এমনই সব হাস্যকর মন্তব্য করেছিলেন তিনি। তাঁর এসব মন্তব্য নিয়ে হাসির রোল উঠেছিল। অনেকেই পাগলের প্রলাপ বলেছিলেন। কেউ কেউ আবার বলেছিলেন, সস্তার প্রচার চাইছেন তিনি। পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার আব্দুর রজ্জাক খেলোয়াড়ি জীবনে এত কথা বলতেন না। তবে খেলা ছাড়ার পর তাঁর যে কী হয়েছে কে জানে! একের পর এক বেলাগাম মন্তব্য করে চলেছেন।
সম্প্রতি পাকপ্যাসন ডট নেটকে দেওয়া এক সাক্ষাত্কারে রজ্জাক বলেছেন, ”ভারতীয় অধিনায়ক কোহলি নিঃসন্দেহে ভাল ব্যাটসম্যান। তবে পাকিস্তানে এমন অনেক ব্যাটসম্যান আছে যারা ওর চেয়ে বহুগুণে এগিয়ে। বিরাট কোহলির থেকে ভাল ব্যাটসম্যান পাকিস্তানে পড়ে আছে। বিসিসিআই যেভাবে কোহলিকে সমর্থন জোগায়, পিসিবি পাকিস্তানের কোনও ক্রিকেটারকে তেমন সাপোর্ট করে না। যে কোনও ক্রিকেটারের ভালো কিছু করে দেখানোর জন্য বোর্ডের সমর্থন খুব জরুরি। কোহলি এক্ষেত্রে ভাগ্যবান বলে আমার মনে হয়।”