৫ আগস্ট ২০১৯ এ মোদি সরকার জম্মু কাশ্মীরকে কেন্দ্রশাসিত প্রদেশ বানিয়ে দিয়েছে এবং ধারা 370 কে সমাপ্ত করে দিয়েছে। এরফলে পাকিস্তান এই পাশাপাশি কাশ্মীর ও কিছু অন্যান জায়গার কট্টরপন্থীরা ক্ষেপে উঠেছে এবং এই ধারাকে সরানোর জন্য অনেক রকম হুমকি আসছে ও বিরোধিতাও হচ্ছে। কিন্তু এবার কংগ্রেস পার্টিও এর বিরোধ করা শুরু করে দিয়েছে।
ধারা 370 বিলুপ্ত হয়ে যাওয়ায় কংগ্রেস পার্টি এর বিরোধিতা করে এবং রাজ্যসভায় বিপক্ষীয়দের নেতা গুলাম নবী আজাদ এই বিরোধকে লিড করেছে।
সেখানে খবর আসছে যে আজাদকে শ্রীনগর এয়ারপোর্টে আটকে নেওয়া হয়েছে। উনি কাশ্মীর যাওয়ার অনুমতি পাচ্ছে না। ওনাকে এয়ারপোর্টে আটকানো হয়েছে। কাশ্মীর যাওয়ার আগে আজাদ অজিত ডোবালকে আক্রমন করে বলেছিলেন, টাকা দিয়ে যাকে ইচ্ছা সাথে করতে পারা যায়।
গুলাম নবী আজাদ, রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শকারী (NSA) অজিত ডোভালের ভিডিওতে বলেন যে টাকা দিয়ে আপনি যে কাউকেই সাথে করে নিতে পারবেন। জানিয়ে দি বুধবার একটি ভিডিও সামনে এসেছিল যেটায় অজিত ডোভাল শোপিয়া তে সাধারণ কাশ্মীরিদের সাথে রাস্তায় খাবার খেতে দেখা যাচ্ছিল। গুলাম নবী আজাদ কাশ্মীরের কট্টরপন্থীদের সমর্থন দিতে J&K পৌঁছেছিল।
কিন্ত সরকার শান্তি বজায় রাখার পরিপ্রেক্ষিতে গুলাম নবী আজাদকে শ্রীনগর এয়ারপোর্টে আটক করে দেয়।
সুরক্ষার দৃষ্টি দিয়ে এখন কেন্দ্র সরকার জম্মু কাশ্মীর ও লাদাখের এলাকায় ধারা ১৪৪ লাগু করা হয়েছে উপত্যকায় সেই ৪ আগস্ট অর্থাৎ 370 লাগু হওয়ার আগের দিন দিয়ে এখনও অব্দি মোবাইল ফোন ইন্টারনেট ও টিভি কেবিলের সুরক্ষা বন্ধ আছে। যদিও দরকারি জিনিসের জন্য লোকেদের বাজারে যাওয়ার ছাড় দেওয়া হয়েছে।