মোদী-ট্রাম্প যুগলবন্দি: হিউস্টনে আজ হাই ভোল্টেজ ইভেন্ট! পড়ুন দশ তথ্য

আর কয়েক ঘণ্টা পরেই আমেরিকা যুক্তরাষ্ট্রের হিউস্টনে ৫০ হাজারের বেশি অনাবাসী ভারতীয়র সামনে নিজের বক্তব্য রাখবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক দিন ধরেই তার প্রস্তুতিতে ব্যস্ত এই অনুষ্ঠানের উদ্যোক্তারা। মোদীর সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।

কেমন হবে এই অনুষ্ঠান? কখন তা দেখা যাবে? কী কী হবে এই মেগা ইভেন্টে। ইতিমধ্যেই এসব নিয়ে কৌতূহলের শেষ নেই ভারতীয়দের। চলুন দেখে নেওয়া যাক ‘হাউডি মোদী’র হাল হকিকত।

১. হাউডি মোদী অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা হল ‘টেক্সাস ইন্ডিয়া ফোরাম’। আমেরিকাস্থিত ভারতীয়দের এই সংস্থা সব দায়িত্ব নিয়েছে মোদীর এই গালা ইভেন্টের। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হবে এই অনুষ্ঠান।

২. অনুষ্ঠান শুরু হবে ভারতীয় সময় রবিবার রাত সাড়ে আটটায়। তিন ঘণ্টার এই অনুষ্ঠান। শেষ হবে রাত সাড়ে ১১টায়।

৩. প্রথমেই প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানোর জন্য থাকছে একটা ‘ডান্ডিয়া নাচ’। এই নাচ পারফর্ম করবেন হিউস্টনের প্রায় এক হাজার গুজরাতি মানুষ।

৪. তিন ঘণ্টার এই অনুষ্ঠানের প্রথম দেড় ঘণ্টা হবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। তার নাম ‘উওভেন: দ্য ইন্ডিয়ান-আমেরিকান স্টোরি’। আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নতিতে ভারতীয় ও আমেরিকানরা কীভাবে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে, সেটাই দেখানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

৫. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি মানুষ আসবেন বলেই তাঁদের ধারণা। আমেরিকায় কোনও ভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির অনুষ্ঠানে এখনও পর্যন্ত এত লোক হয়নি বলেই তাঁদের দাবি।

৬. ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, তাঁর জন্য টেক্সাস ও গোটা আমেরিকা জুড়ে প্রায় ৪০০ শিল্পীকে নির্বাচন করা হয়েছে। মোট ২৭টি সাংস্কৃতিক গ্রুপ এখানে অনুষ্ঠান করবে। এই অনুষ্ঠানের জন্য দুটি গানও লেখা হয়েছে।

৭. অনুষ্ঠানের তিন ঘণ্টা আগেই খুলে দেওয়া হবে স্টেডিয়ামের দরজা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে নিজের বক্তব্য রাখবেন মোদী। মোদীর বক্তৃতা হিন্দি, ইংরেজি ও স্প্যানিশ এই তিন ভাষায় শোনানো হবে। মোদীর পরে বক্তব্য রাখার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

৮. এই অনুষ্ঠানে একটি বিশেষ সেশন হবে, যার নাম ‘শেয়ারড ড্রিমস, ব্রাইট ফিউচার’। সেখানে ভারত-মার্কিন সম্পর্কের উপরেই গুরুত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে।

৯. টেক্সাস ইন্ডিয়া ফোরামের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে ১০০-র বেশি বাসে করে শিল্পীদের নিয়ে আসা হবে। এ ছাড়াও এখানে উপস্থিত দর্শকদের যাতায়াতের জন্যও বিশেষ বন্দোবস্ত রয়েছে।

১০. অনুষ্ঠান শেষে একটি কমিউনিটি রিসেপশনে অংশ নেবেন মোদী। সেখানে কিছুক্ষণ কাটানোর পর তিনি রওনা দেবেন নিউ ইয়র্কে। সেখানে ৭৪ তম ‘ইউনাইটেড নেশনস গেনারেল অ্যাসেম্বলি’-তে যোগ দেওয়ার কথা ভারতের প্রধানমন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.