ফ্রান্সে ৬ টি মসজিদ বন্ধ হতে চলেছে, এমনটাই ঘোষণা করা হয়েছে ফ্রান্সের সরকারের তরফে

ফ্রান্সে ৬ টি মসজিদ বন্ধ হতে চলেছে, এমনটাই ঘোষণা করা হয়েছে ফ্রান্সের সরকারের তরফে। সরকারের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত মৌলবাদী চিন্তাধারাকে দমন করার জন্য। ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারম্যানিন মঙ্গলবারেই ফ্রান্স সরকারের এই নয়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, “ইসলাম ধর্ম পালন করা হয় এমন ৮৯টি স্থানের এক তৃতীয়াংশ স্থানে মৌলবাদী কার্যকলাপ চলছে সন্দেহ করা হয়েছে। ২০২০ সালের নভেম্বর মাস থেকেই ফ্রান্সের গোয়েন্দা বিভাগ নজরদারি চালিয়ে যাচ্ছে, এর ভিত্তিতেই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে”। তিনি আরও জানালেন যে, ফ্রান্সের পাঁচটি ভিন্ন এলাকায় অবস্থিত ৬টি মসজিদ বন্ধ করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

আরো পড়ুন : ‘দাড়ি কাটা বা ছাঁটা নিষিদ্ধ, কারণ ইসলাম বিরোধী’, আফগানিস্তানে নয়া ফতোয়া তালিবানের
সরকারি কর্তৃপক্ষের তরফে এও অনুরোধ করা হয়েছে যে, দুটি প্রকাশক সংস্থা তথা ‘নাওয়া’ ও ‘এলডিএনএ’ (দ্য ব্ল্যাক আফ্রিকান ডিফেন্স লীগ) যেন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।’নাওয়া’ ও ‘এলডিএনএ’-এর প্রসঙ্গ উল্লেখ করে ডারম্যানিন জানিয়েছেন, “নাওয়া ইহুদিদের ধ্বংস করার বার্তা ছড়ায় এবং সমকামীদের পাথর ছুঁড়ে মারার মানসিকতাকে প্রশ্রয় দেয়। অপরদিকে, এলডিএনএ বিগত বছরে জুন মাসে প্যারিসে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছিল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.