গুরুতর অসুস্থ অরুণ জেটলিকে দেখতে এইমসে রাষ্ট্রপতি কোবিন্দ

শারীরিক পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির৷ বর্ষীয়ান এই বিজেপি নেতাকে দেখতে শুক্রবার এইমস হাসপাতালে পৌঁছন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ নয়াদিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন অরুণ জেটলি৷ শ্বাসকষ্ট জনিত সমস্যায় গত ৯ই অগাষ্ট থেকে হাসপাতালে ভরতি রয়েছেন জেটলি৷

জি নিউজের একটি সূত্র জানাচ্ছে শুক্রবার বেলা ১১টা নাগাদ জেটলিকে দেখতে যান রাষ্ট্রপতি৷ ৯তারিখই জেটলিকে ভেন্টিলেশনে রাখা হয়৷ পরে শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়৷

৬৬ বছর বয়েসী এই নেতা মোদী সরকারের প্রথম পর্বে গুরুত্বপূর্ণ পদ সামলাছেন৷ পরে অসুস্থতার কারণে নির্বাচন থেকে ২০১৯ সালে সরে দাঁড়ান৷ গত দুবছর ধরে অসুস্থ অরুণ জেটলি৷ গত বছর কিডনি প্রতিস্থাপন হয় তাঁর৷ চিকিৎসার জন্য জানুয়ারি মাসে নিউ ইয়র্ক যান ৬৬ বছর বয়সী জেটলি৷

সূত্রের খবর, অর্থমন্ত্রীর ক্যানসার ধরা পড়ে৷ সার্জারি প্রয়োজন৷ সেই জন্য তড়িঘড়ি আমেরিকা যাওয়া৷ সেই কারণে ১ ফেব্রুয়ারি মোদী সরকারের শেষ অন্তর্বর্তী বাজেট পেশ করতে পারেননি অরুণ জেটলি৷ রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়৷ তিনিই পেশ করেন অন্তর্বর্তী বাজেট৷

২০১৮ সালের মে মাসের মাঝামাঝি সময় থেকে কিডনি জনিত সমস্যার কারণে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি নিতে হয় জেটলিকে৷ এরপরই শুরু হয় ডায়ালিসিস৷ পরে ভরতি হন এইমসে৷ সেখানে মন্ত্রীর কিডনি প্রতিস্থাপন করা হয়৷

৯ই অগাষ্ট তাঁর অসুস্থ হয়ে পড়ার খবর পেয়েই হাসপাতালে ছুটে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সঙ্কটজনক জেটলি, খবর শোনার পরেই এইমসে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা যায়, সেখানে ডাক্তারদের সঙ্গে কথাও বলেন মোদী৷ প্রায় কয়েক ঘন্টা থাকার পর সেখান থেকে বেরিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.