যুদ্ধবিমান চালানোর দায়িত্ব পেলেন ফ্লাইট লেফটেনেন্ট ভাবনা কান্ত

এই প্রথমবার কোনও ভারতীয় মহিলা হিসেবে যুদ্ধবিমান চালানোর দায়িত্ব পেলেন ফ্লাইট লেফটেনেন্ট ভাবনা কান্ত৷ এতদিন তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন। এবার থেকে একা হাতেই যুদ্ধবিমান চালাবেন৷ বায়ুসেনার এক শীর্ষ কর্তা জানিয়েছেন, ‘আম্বালা বায়ুসেনা ঘাঁটি ইনস্ট্রাকটরের তত্ত্বাবধানে দুই আসনবিশিষ্ট মিগ-২১ বাইসন চালানোর প্রশিক্ষণ শেষ করেছেন ভাবনা। ভাবনা বলেছেন, ‘ স্টেজ ১ প্রশিক্ষণ শেষ করার পর আমি ফাইটার স্ট্রিম বেছে নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম। সব থেকে বড় ও ভালো কথা হল, সবে মাত্র শুরু করেছি। আমার লক্ষ্য, খুব ভালো ফাইটার পাইলট হয়ে দেশের জন্য যুদ্ধ করে মা-বাবাকে গর্বিত করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.