হঠাৎ কাল দেখি, অত্যাচার চরিতামৃত পান করে, মানে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অতিরঞ্জিত পরিবেশনায় প্রভাবিত হয়ে, নকল চাষীদের প্রতি দরদ উথলে উঠেছে মারিয়ানার(নাম পরিবর্তিত, কে জানে বাবা, কে কি মনে করবে)। ভারী খলিফা ব্যপার। দেখি গ্রেট পরিবেশবিদ থেকে মারিজুয়ানা ঠেকের মালকিন, সবারই চাষাদের দুঃখে হৃদয়ে একুল ওকুল দুকুল ভেসে যায়। একটু ভয় হলো।
খানিক বাদে দেখলাম ভারতীয় ক্রিকেট এর ‘ঈশ্বর’ আর ‘প্রাচীর’ একসঙ্গেই ব্যাট ধরেছেন। এবং ক্রমেই আরও অজস্র তারকা সমাবেশ। আর বিভেদকামী বিরোধী শক্তির বাউন্সার স্টেডিয়াম এর বাইরে।
শুনুন সাইকেল চালানো, প্রথম বিশ্বে থেকে হ্যাজ নামানো দিদিমনি দাদাভাই রা, আমাদের ব্যপার আমরা বুয়ে নেব। আপনারা হাল্কা করে হারিয়ে যান।