বহু প্রতীক্ষার পর অবশেষে স্বস্তি! কোভিড-১৯ মহামারির কারণে দীর্ঘদিন শ্রীলঙ্কায় আটকে থাকার পর মঙ্গলবার দেশে ফিরলেন ৬৮৫ জন ভারতীয় নাগরিক। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে রওনা দিয়েছিল সোমবার, ৬৮৫ জন ভারতীয় নাগরিককে নিয়ে মঙ্গলবার সকাল দশটা নাগাদ তামিলনাড়ুর তুতিকোরিনের ভি ও চিদম্বরনার বন্দরে এসে পৌঁছয় ভারতীয় নৌবাহিনীর আইএনএস জলাশ্ব জাহাজ। ভারতের মাটিতে পা রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ৬৮৫ জন ভারতীয় নাগরিক।
প্রথমে বিশেষ চাহিদা সম্পন্নদের, তারপর মহিলা ও শিশু এবং সবশেষে পুরুষদের জাহাজ থেকে নামানো হয়। প্রত্যেকের মেডিক্যাল চেক-আপও করা হয়। ইমিগ্রেশন তালিকা অনুযায়ী, দেশে ফিরে আসা ৬৮৫ জনের মধ্যে ৫৫৭ জন পুরুষ, সাতটি শিশু-সহ ১২৮ জন মহিলা, ৩৬ জন বৃদ্ধ এবং ১৫ জন বৃদ্ধা।