প্রতীক্ষার অবসান, মালদ্বীপ থেকে দেশে ফিরলেন ১৯৮ জন ভারতীয় নাগরিক। ১৯৮ জন ভারতীয় নাগরিককে নিয়ে মঙ্গলবার সকালে তামিলনাড়ুর তুতিকোরিনে এসে পৌঁছয় ভারতীয় নৌবাহিনীর ঐরাবত জাহাজ। করোনাভাইরাস মহামারির কারণে মালদ্বীপে (Maldives) আটকে পড়েছিলেন ১৯৮ জন ভারতীয় নাগরিক, ‘সমুদ্র সেতু অভিযান’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়েছে ১৯৮ জন ভারতীয় নাগরিককে।
গত রবিবার ভারতীয় নাগরিকদের নিয়ে মালদ্বীপের মালে বন্দর থেকে তুতিকোরিনের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় নৌবাহিনীর ঐরাবত জাহাজ। দীর্ঘ জলপথ অতিক্রম করার পর মঙ্গলবার সকালে তুতিকোরিনে এসে পৌঁছয় ঐরাবত। ১৯৮ জনের মধ্যে ১৯৫ জন তামিলনাড়ুর বাসিন্দা, বাকি পাঁচজন পুদুচেরির বাসিন্দা। এখনও পর্যন্ত শুধুমাত্র মালদ্বীপ থেকেই দেশে ফিরিয়ে আনা হয়েছে ২,৩৮৬ জন ভারতীয় নাগরিককে।