পি চিদম্বরমের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল ইডি৷ সংবাদ সংস্থা এএনআই-এর ট্যুইট থেকে জানা যায়…
ইউপিএ জমানায় ক্ষমতায় ছিলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদম্বরম। ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীও। সোমবার কেন্দ্রীয় এই গোয়েন্দা দফতর সূত্রে জানানো হয়, সেই সময়ই তাঁর নাম জড়িয়েছিল ১১১ এয়ার ইন্ডিয়া কেলেঙ্কারির ঘটনায়। এই সংস্থার সঙ্গে অর্থ তছরুপের অভিযোগে নাম জড়িয়েছিল প্রাক্তন অর্থমন্ত্রীর।
ইডির তরফে এও জানান হয়, প্রাক্তন মন্ত্রীকে আগামী ২৩ অগস্টের মধ্যে তাঁদের দফতরে আসার জন্য শমন পাঠানো হয়েছে। তাঁদের দফতরে এসে নিজের জবানবন্দী দেওয়ার জন্য তাঁকে ডেকে পাঠান তাঁরা।
তবে পি চিদম্বরমের কোনও খোঁজ পাওয়া না যাওয়ায় তাঁর বিরুদ্ধে ইডি লুক আউট নোটিশ জারি করেছে বলে জানা যাচ্ছে৷ আর এই বিষয়েই বৈঠকে বসল সিবিআই৷
বৈঠকের নেতৃত্বে সিবিআই প্রধান ঋষিকুমার শুক্লা৷ পরবর্তী পদক্ষেপ কী হবে তা ঠিক করতেই এই বৈঠক৷