প্রতীক্ষার অবসান। বড়দিনের আগেই সল্টলেকে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হয়ে যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। মেট্রো পরিষেবা চালু করার ব্যাপারে রেলওয়ে সেফটি অফিসারের তরফে ছাড়পত্র চলে এসেছে বলে জানা গিয়েছে।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক যুবভারতী স্টেডিয়াম পর্যন্ত চলবে এই মেট্রো রেল। মেট্রোর সময় অনুযায়ীই এখানেও পরিষেবা চলবে। ভাড়াও সেই হিসেবেই হবে।
প্রথমে এই কয়েকটি স্টেশনের মধ্যে মেট্রো চালানোর পরে ধীরে ধীরে এই পরিষেবা বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
বেশ কয়েক মাস ধরেই সল্টলেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান চলছে। এর আগেও নভেম্বর মাসে এই মেট্রো পরিষেবা চালু হওয়ার কথা হয়েছিল। কিন্তু সেই সময় কিছু যান্ত্রিক ত্রুটি দেখা যায়।
ফলে এই পরিষেবা চালু করা যায়নি। যান্ত্রিক ত্রুটি ঠিক করার পরে পরীক্ষা করে তা দেখা হয়। তারপরেই ছাড়পত্র দেন রেলওয়ে সেফটি অফিসার। এই ছাড়পত্র পাওয়ার পরেই পরিষেবা শুরু হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।