প্রতিদিনই রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ যা নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার৷ অন্যদিকে ডেঙ্গু নিয়ে মমতা সরকারের সমালোচনা করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ৷
শক্রবার এক সাংবাদির বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, রাজ্যে ডেঙ্গুতে আক্রান্ত প্রায় ৫০ হাজার৷ সরকার বলছে ২৩ হাজার৷ কার স্বার্থে সংখ্যাটা লুকিয়ে রাখা হচ্ছে, প্রশ্ন তুলেছেন তিনি৷ তাছাড়া বলেন, ডেঙ্গু নিয়ে বাংলায় প্রচার কম হয়েছে৷ কলকাতা পুরসভার এক কর্মচারীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে৷ ব্রীজ ভাঙা সরকার ব্রীজ ভাঙছে,তার ফলে সেখানে জল জমে ডেঙ্গু মশা বৃদ্ধি পাচ্ছে৷
অপরদিকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনেও একটি বৈঠক হয়৷ বৈঠকে দেওয়া তথ্য অনুযায়ী, গত দেড় মাসে অনেক বেড়েছে আক্রান্তের সংখ্যা৷ সরকারি হিসেবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে ১১ হাজার৷ মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা রাজ্যে ২৩ হাজার৷ মৃতের সংখ্যা ২৩ জন৷ সরকারি তথ্য যাই বলুক, বিরোধীরা বলছেন সংখ্যাটা অনেক৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কথায় আক্রান্তের সংখ্যাটা প্রায় ৫০ হাজার৷
স্বাস্থ্যভবনের পাশাপাশি কলকাতা পুরসভার পক্ষ থেকে একটি বৈঠক করা হয়৷ তাদের তথ্য অনুযায়ী কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার। পুরসভা সূত্রে খবর,কলকাতার ১২টি বরোতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। এর মধ্যে ৫৭, ৬৩, ৮১, ৯৩, ৯৫, ৯৭, ৯৯, ১০০, ১২৯, ১৩১ ও ১৩২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ বেশি৷
শুধুমাত্র যে কলকাতায় ডেঙ্গির প্রকোপ বেড়েছে তা নয়, রাজ্যের একাধিক জেলাতেও ডেঙ্গির প্রকোপ বাড়ছে লাফিয়ে লাফিয়ে৷ এছাড়া বিধাননগর পুর এলাকার বাগুইআটি, জগৎপুর, দশদ্রোণ, কেষ্টপুর থেকে শুরু করে মহিষবাথান, তারুলিয়া-সহ একাধিক এলাকার অধিকাংশ ঘরে ঘরে জ্বরে ভোগছেন অনেকে৷ যদিও পুরসভা বলছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত জ্বরে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।