উৎসবের আমেজ এখনও ভরপুর রয়েছে। ছুটির মেজাজও কাটেনি। এরই মধ্যে বুধবার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৫ শতাংশ মহার্ঘ ভাতা তথা ডিএ ঘোষণা করে দিল নরেন্দ্র মোদী সরকার।
এ দিন কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থ বিষয়ক কমিটির বৈঠকের পর পরিবেশ মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, সপ্তম বেতন কমিশন বাস্তবায়নের পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা এখন ১২ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। তা ৫ শতাংশ বাড়িয়ে ১৭ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে।
জাভড়েকর জানান, জুলাই মাস থেকে বকেয়া এই ডিএ মেটানোর জন্য কেন্দ্রের কোষাগারে ১৬ হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা চাপবে বলে মনে করা হচ্ছে।
এ দিকে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র বিষয়টি অবশ্য এখনও ঝুলে রয়েছে।
স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে এ ব্যাপারে ঘোষণা করতে বলেছিল। কিন্তু নবান্ন তা এখনও করেনি। তবে মহার্ঘ ভাতাকে পে কমিশনের সঙ্গে মিশিয়ে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো সম্প্রতি ঘোষণা করেছে। সেটি ১ জানুয়ারি, ২০২০ থেকে বাস্তবায়িত হবে।