রাশিয়ার (Russia) তৈরি করোনা ভ্যাকসিন (Covid-19 vaccine) স্পুটনিক ভি (Sputnik V) এবার তৈরি হবে ভারতেই। ভ্যাকসিন তৈরির অনুমোদন পেয়েছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (Serum Institute of India)। ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (Drugs Controller General of India বা DCGI) শুক্রবার সেরামকে এই অনুমতি দিয়েছে।
সেরাম ইনস্টিটিউটকে ভ্যাকসিনটি তৈরি, পরীক্ষা এবং বিশ্লেষণের অনুমতি দেওয়া হয়েছে। বুধবার স্পুটনিক ভি তৈরি করতে চেয়ে ড্রাগ কন্ট্রোলকে আবেদন জানিয়েছিল সেরাম। শুক্রবার মেলে অনুমতি। এবার থেকে কোম্পানির পুনের ফ্যাক্টরিতেই তৈরি হবে স্পুটনিক ভি। রাশিয়ার মস্কোর (Moscow) গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি অ্য়ান্ড মাইক্রোবায়োলজির (Gamaleya Research Institute of Epidemiology and Microbiology) সঙ্গে একত্রে এই ভ্যাকসিন তৈরি করবে সেরাম। সেরাম ইনস্টিটিউটের এই টেস্টিং লাইসেন্স পাওয়া মানে এটি ভ্যাকসিন তৈরির পাশাপাশি এটির উন্নতিও ঘটাতে পারবে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্পুটনিক ভি তৈরির ছাড়পত্র পেলেও এটি তৈরি করতে তাদের ৭ মাস সময় লাগবে। ততদিন তারা কোভিশিল্ড (Covishield) ও কোভোভ্য়াক্স (Covovax) তৈরিতে মনোনিবেশ করতে চায়।
তবে স্পুটনিক ভি ভ্যাকসিন দেওয়ার তোড়জোড় ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। অ্য়াপোলো হাসপাতালগুলিতে এই ভ্যাকসিন দেওয়া হবে। অ্যাপোলো (Apollo) গ্রুপের তরফে এই খবর জানানো হয়েছে। অ্যাপোলো গ্রুপ অফ হসপিটালের এক্সিকিউটিভ ভাইস চেয়ারপার্সন শোভনা কামিনেনি (Shobana Kamineni) কিছুদিন আগেই বলেন, অ্যাপোলো গ্রুপ ভারতে ৮০ টি স্থানে এক মিলিয়ন ভ্যাকসিন ডোজ প্রদান পাঠিয়েছে। ফ্রন্টলাইন ওয়ার্কার, উচ্চ ঝুঁকিপূর্ণ জনবসতি অঞ্চল এবং কর্পোরেট কর্মীদের এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এর সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে তিনি বলেন, “জুনে আমরা প্রতি সপ্তাহে এক মিলিয়ন ডোজ দেব। জুলাইয়ে সংখ্যাটি দ্বিগুণ হবে। এই বছরের সেপ্টেম্বরের মধ্যে ২০ মিলিয়ন ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।” প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ২১ দিনের ব্যবধানে স্পুটনিক ভি-এর দুটি ডোজ দেওয়া হয়। গামেলেয়া ইন্সটিটিউট ঘোষণা করে যে স্পুটনিক ভি এর দুটি ডোজ কার্যকারিতা ৯১ শতাংশ, প্রথম ডোজ নেওয়ার পর এর কার্যকারিতা ৭৯.৪ শতাংশ। তবে কতদিন এর কার্যকারিতা থাকবে সে ব্যাপারে স্পষ্ট নয়। ভারত ছাড়া ৬৫টি দেশে এই ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন পাওয়া গিয়েছে। সোমবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হবে এই ভ্যাকসিন দেওয়া।