করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপে মৃত্যু ও সংক্রমণ থামার কোনও লক্ষণই নেই। থামছে তো না বরং পরিস্থিতি ক্রমশই হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিগত ২৪ ঘন্টায় রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার প্রভৃতি রাজ্যে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা।
রাজস্থান (Rajasthan) :
এক ধাক্কায় রাজস্থানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৯ জন। নতুন করে ২৯ জন আক্রান্ত হওয়ার পর রাজস্থানে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৩৯৩। স্বস্তির বিষয় হল, মরুরাজ্যে ইতিমধ্যেই করোনা-মুক্ত হয়েছেন ৭৮১ জন। মৃত্যু হয়েছে ৫২ জনের।
অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh) :
অন্ধ্রপ্রদেশে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩ জন। ফলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩৩২, মৃত্যু হয়েছে ৩১ জনের, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮৭ জন।
মধ্যপ্রদেশ (Madhya Pradesh) :
মধ্যপ্রদেশের করোনাভাইরাস পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে। মধ্যপ্রদেশে বুধবার করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৮১-এ পৌঁছেছে। রাজ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৯৪ জনের, করোনার বলি হয়েছেন ১২২ জন।
উত্তর প্রদেশ (Uttar Pradesh) :
উত্তর প্রদেশের আগ্রায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ২১ জন। ফলে আগ্রায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪২৫। আগ্রায় সুস্থ হয়েছেন ৬৯ জন, মৃত্যু হয়েছে ১১ জনের।
কর্ণাটক (Karnataka) : কর্ণাটকে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ জন। ২৮ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ২৯ এপ্রিল দুপুর বারোটা পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩২, মৃত্যু হয়েছে ২০ জনের এবং সুস্থ হয়েছেন ২১৫ জন।