কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩,৫৮৬ জন। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১২,৫৭৩ জন এবং সংক্রমিত ৩,৮০,৫৩২ জন। সুস্থও হয়ে উঠছেন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত রোগীরা। ইতিমধ্যেই ভারতে করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২,০৪,৭১১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৮০,৫৩২ জন (সক্রিয় করোনা রোগী ১,৬৩,২৪৮)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৫৭৩। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,০৪,৭১১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১২,৫৭৩ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৯২ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৪৪ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১০ জন, দিল্লিতে ১৯৬৯ জনের, গুজরাটে ১৫৯১ জনের, হরিয়ানায় ১৩৪ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৭১ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১১৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২১ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৮৬ জন, মহারাষ্ট্রে ৫,৭৫১ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ৮৪ জন, রাজস্থানে ৩২৩ জনের, তামিলনাড়ুতে ৬২৫ জন, তেলেঙ্গানায় ১৯৫ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৬ জন, উত্তর প্রদেশে ৪৬৫ জন এবং পশ্চিমবঙ্গে ৫১৮ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি রীতিমতো ভাবিয়ে তুলছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শুক্রবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২০৫০৪, দিল্লিতে ৪৯৯৭৯, তামিলনাড়ুতে আক্রান্ত ৫২৩৩৪, রাজস্থানে সংক্রমিত ১৩,৮৫৭ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১২৭৩৫।