প্রাণঘাতী কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। ভারতে বিগত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড-১৯ (Covid-19) ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভারতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪,৫১৬ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ১২,৯৪৮ জন এবং সংক্রমিত ৩,৯৫,০৪৮ জন। ইতিমধ্যেই ভারতে করোনা-মুক্ত হয়েছেন ২,১৩,৮৩১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্তের সংখ্যা ৩,৯৫,০৪৮ জন (সক্রিয় করোনা রোগী ১,৬৮,২৬৯)। এখনও পর্যন্ত গোটা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২,৯৪৮। এর মধ্যেই চিকিৎসায় সুস্থ হয়ে উঠেছেন ২,১৩,৮৩১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বুলেটিনে জানিয়েছে, ১২,৯৪৮ জনের মধ্যে অন্ধ্রপ্রদেশে ৯৬ জনের মৃত্যু হয়েছে, অসমে ৯ জনের, বিহারে ৫০ জনের, চন্ডীগড়ে ৬ জন, ছত্তিশগড়ে ১০ জন, দিল্লিতে ২০৩৫ জনের, গুজরাটে ১৬১৮ জনের, হরিয়ানায় ১৪৪ জনের, হিমাচল প্রদেশে ৮ জনের, জম্মু-কাশ্মীরে ৭৫ জনের, ঝাড়খণ্ডে ১১ জনের, কর্ণাটকে ১২৪ জন প্রাণ হারিয়েছেন, কেরলে ২১ জন, লাদাখে একজন, মধ্যপ্রদেশে ৪৯৫ জন, মহারাষ্ট্রে ৫,৮৯৩ জনের মৃত্যু হয়েছে, মেঘালয়ে একজন, ওডিশায় ১১ জনের, পুদুচেরিতে ৭ জন, পঞ্জাবে ৯২ জন, রাজস্থানে ৩৩৩ জনের, তামিলনাড়ুতে ৬৬৬ জন, তেলেঙ্গানায় ১৯৮ জন, ত্রিপুরায় একজন, উত্তরাখণ্ডে ২৬ জন, উত্তর প্রদেশে ৪৮৮ জন এবং পশ্চিমবঙ্গে ৫২৯ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, তামিলনাড়ু, রাজস্থান, পশ্চিমবঙ্গ-এই রাজ্যগুলির করোনা-পরিস্থিতি প্রতিদিনই উদ্বেগ বাড়াচ্ছে। এই রাজ্যগুলিতেই প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। শনিবার সকাল আটটা পর্যন্ত মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২,৪৩৩১, দিল্লিতে ৫৩,১১৬, তামিলনাড়ুতে আক্রান্ত ৫৪,৪৪৯, রাজস্থানে সংক্রমিত ১৪,১৫৬ এবং পশ্চিমবঙ্গে সংক্রমিত ১৩,০৯০।