ভারতের পণ্যবাহী বিমানের জন্য ‘গ্রিন চ্যানেল’ (Green Channel) খুলছে চিন । ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত সুন ওয়েইডং শুক্রবার ট্যুইটকরে জানিয়েছেন,চিন পিপিই, ভেন্টিলেটর, টেস্টিং কিটের মতো জরুরি মেডিকেল সামগ্রী বহনকারী ৩৫টি মালবাহী বিমানের উড়ানে সম্মতি দিয়েছে। এইসব সামগ্রী চিন থেকে বহন করে আনবে ভারতীয় বিমান। করোনা   মোকাবিলায় ভারতের লড়াইয়ে আমরা সাহায্য করে যাব বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, চিনের পাঠানো আগের পিপিইর গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় চিন ব্যাখ্যা দিয়েছে যে, তারা বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে, ভারতকে তারা সাহায্য করবে। চিন থেকে আসা একাধিক পিপিই ত্রুটিপূর্ণ হওয়ার ফলে ভারত গত মঙ্গলবার সেগুলির ব্যবহার নিষিদ্ধ করে। সমালোচনার মুখে চিনা দূতাবাসও জানায়, তাদের কাছে পণ্যের গুণমানের বিষয়টি গুরুত্বপূর্ণ, বিষয়টি সিরিয়াস। ভারতকে সম্ভাব্য সব সহযোগিতা করা হবে। চিনা দূতাবাসের বিবৃতিতে এও বলা হয় যে, আমদানির আগে সংশ্লিষ্ট পণ্যের গুণমান ও সরবরাহকারী কোম্পানি সম্পর্কে যাচাই করা উচিত ছিল। ভারত যেন শুধুমাত্র চিনের বৈধ, অনুমোদনপ্রাপ্ত কোম্পানির কাছ থেকেই মালপত্র কেনে।

উল্লেখ্য, করোনাভাইরাস (Coronavirus) সংক্রমিত রোগীদের চিকিত্সার জন্য চিন থেকে মেডিকেল সামগ্রী আমদানি করছে ভারত। পিপিই কিট, ভেন্টিলেটর, অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী চিন থেকে কিনতে হচ্ছে ভারতকে। এর জন্যই ‘গ্রিন চ্যানেল’ খোলার সিদ্ধান্ত নিয়েছে চিন । ‘গ্রিন চ্যানেল’ খোলার ফলে ভারতের পণ্যবাহী বিমান সহজে চিন থেকে মেডিকেল সামগ্রী নিয়ে আসতে পারবে। আগেও চিন থেকে পিপিই আমদানি করেছে ভারত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.