দ্বিতীয়বার নির্বাচন হারের মুখে কংগ্রেস, ভবিষ্যতবাণী প্রকাশ জাভড়েকরের

নিউজ ডেস্ক, কলকাতা: কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের মতে, দ্বিতীয়বার হারের মুখোমুখি কংগ্রেস৷ ২৩ মে -এর পর বুঝতে পারবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে নানান অভিযোগ জানিয়েছেন প্রকাশ৷ পরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, দেশের বিরোধীরা ইতিমধ্যেই নরেন্দ্র মোদীকে গালাগালি দেওয়ার উৎসবে মেতেছে৷ ৫৬ টি গালাগাল দেওয়া হয়েছে মোদীজিকে৷ ‘আবতক ছাপ্পান্’জানান জাভড়েকর৷

তবে, এরপরই গালাগাল শেষ হয়ে যাচ্ছে না৷ জাভড়েকরের বক্তব্য, গালাগালির সংখ্যা বেড়ে ১০০ হয়ে গিয়েছে৷ জাভড়েকরের বক্তব্য, ‘‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাজ মোদীজিকে গালাগাল দেওয়া৷ আমরা বলি কংগ্রেস মানে ঝুট, লুঠ৷ এবার কংগ্রেস মানে গালাগাল৷ রাহুল গান্ধী কী প্রেম মানে গালাগাল বোঝেন?’’

লোকসভা নির্বাচনের প্রাক্কালে দেশে খারাপ কথার বন্যা বয়ে গিয়েছে৷ রাজনৈতিক দলের শীর্ষনেতারা তাদের প্রতিদ্বন্দ্বীদের গালাগাল দিতে ছাড়েননি৷ শুধু নেতারাই নন, নেতাদের পিতা, পরিবার এবং পূর্বপুরুষও রেহাই পাননি৷ কিছুদিন আগে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বনষয়টি নিয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলেছিলেন৷ ‘‘পাপ্পু পাস হো গ্যায়া’’- জনপ্রিয় সিনেমার সংলাপ রাহুল গান্ধীকে হয়তো অনেকবার শুনতে হয়েছে৷ কিন্তু রেগে যাননি কংগ্রেস সভাপতি৷ সংবাদমাধ্যমেও সেকথা জানিয়েছিলেন তিনি৷

সাংবাদিক যখন প্রশ্ন করেন, যখন আপনাকে কেউ পাপ্পু বলে, আপনার কী মনে হয়? আপনি কী রেগে যান? রাহুল জবাব দিয়েছিলেন, আমি তো খুব মজা পাই৷ সব কিছু থেকেই শিখতে হয়৷ অনেক কিছু শেখার আছে৷ সমালোচকরা তাকে অনেক কিছু শিখিয়েছেন বলে মনে করেন রাহুল গান্ধী৷ রাহুলের প্রধান সমালোচক নরেন্দ্র মোদীও তাকে অনেক কিছু শিখিয়েছেন৷ রাহুলের মতে, কীভাবে দেশ চালানো উচিত নয় তা নরেন্দ্র মোদীকে দেখে শেখা উচিত৷ তবে হ্যা, উনি ভালো বক্তব্য রাখতে পারেন৷ কিন্তু ভালো বক্তা হয়েই কাল হয়েছে মোদী৷ কাজ করেননি৷ বক্তব্য রেখেছেন৷ পরিকল্পনাই করতে পারেননি৷

প্রচারে চৌকিদার চোর হ্যায় বলায় রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হয়েছে৷ সুপ্রিম কোর্টে কংগ্রেস সভাপতি ক্ষমা চায়েছেন। আগেই রাহুল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে নিজের বক্তব্য সাফ করেছিলেন৷ নিজেকে ‘অনুতপ্ত’ বলে দাবি করেন। তবে সেই সময় ক্ষমা চননি রাহুল৷ প্রধানমন্ত্রীকে চোর বলার পদক্ষেপ নিতে বিজেপি সুপ্রিম কোর্টে আবেদন জানায়। তারপরই এই ঘটনা ঘটে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুলের বাবা প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন৷ যা নিয়ে পরে রাহুল জবাবও দিয়েছিলেন৷ রাজনৈতিক বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, ভারতে রাজনৈতিক সৌজন্যতা চলে গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.