কংগ্রেসকে ফের একবার নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ পাকিস্তানের সৃষ্টির জন্য কংগ্রেসকেই দায়ী করলেন তিনি৷ মহারাষ্ট্রের লাতুরে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি নতুন ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানান, তাঁরা যেন তাদের প্রথম ভোটটি বালাকোটে এয়ারস্ট্রাইক করতে যারা সফল হয়েছেন তাদেরকে দিতে৷
সেই সঙ্গেই তিনি বলেন, স্বাধীনতার আগে কংগ্রেস যদি বুদ্ধি দিয়ে কাজ করত তাহলে আজ পাকিস্তানের মতো দেশ তৈরিই হত না৷ এমনকি কংগ্রেসের ম্যানিফেস্টোকেও নিশানা করে তিনি বলেন, পাকিস্তানের ভাষাতেই কথা বলছে কংগ্রেসের ইস্তেহার পত্র৷
জম্মু-কাশ্মীরের জন্য যারা পৃথক প্রধানমন্ত্রী চায় তাদের তালে তালে মেলাচ্ছে কংগ্রেস এবং এনসিপি জোট, এমনটাই বলেন তিনি৷ এই প্রসঙ্গেই ওমর আবদুল্লার নামও তুলে ধরেন তিনি৷ অন্যদিকে সন্ত্রাসবাদ প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন ভারত৷ শত্রুর ঘরে ঢুকে শত্রুকে মেরে আসে এই ভারত৷ দেশের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বিজেপি৷
দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ভারত আরেকটা ভেনেজুয়েলা তৈরি হোক তা তিনি চান না৷