গুজরাটের সুরেন্দ্রনগর থেকে কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারার মামলা সামনে আসছে। পাওয়া তথ্য অনুযায়ী, একটি নির্বাচনী জনসভায় ভাষণ দিচ্ছিলেন গুজরাট কংগ্রেসের নেতা তথা পাটিদার আন্দোলনের প্রধান হার্দিক প্যাটেল।
আর সেই সময় এক যুবক মঞ্চে উঠে কংগ্রেসের নেতা হার্দিক প্যাটেলকে থাপ্পড় মারে। এই ঘটনার পর হার্দিক প্যাটেলের সমর্থক এবং কংগ্রেসের কর্মীরা ওই যুবককে বেধড়ক মারধর করে। হার্দিক প্যাটেল সুরেন্দ্রনগরে কংগ্রেসের প্রার্থী সোমা গান্ডা প্যাটেলের হয়ে নির্বাচনি প্রচার করছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারই দিল্লিতে বিজেপি সাংসদ জিভিএল নরসিংহ রাওকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপর আজ চড় খেলেন হার্দিক প্যাটেল।
প্রসঙ্গত, গত ১২ মার্চ কংগ্রেসে যোগদান করেন পাতিদার আন্দোলনের অন্যতম মুখ হার্দিক প্যাটেল। এবার লোকসভা নির্বাচনে তিনি লড়াই করছেন জামনগর কেন্দ্র থেকে। গুজরাটে কংগ্রেসের প্রচারে তিনি অন্যতম স্টার প্রচারক।