সুপ্রিম কোর্টে (Supreme Court) জোরদার ধাক্কা খেল অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলার মধ্যস্ততাকারী ক্রিশ্চিয়ান মিশেল (Christian Mitchell)। বুধবার ক্রিশ্চিয়ান মিশেলের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। জেলের ভিতরে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার আশঙ্কায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করেছিল ক্রিশ্চিয়ান। কিন্তু, বিচারপতি সঞ্জয় কিষান কৌল-এর নেতৃত্বাধীন বেঞ্চের মতে, এই আতঙ্কের কোনও যুক্তিই নেই। তাই ক্রিশ্চিয়ানের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
ভিভিআইপি (VVIP) অগাস্টা ওয়েস্টল্যান্ড চপার মামলার গ্রেফতার করা হয় ৫৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানকে। দুবাই থেকে প্রত্যর্পনের পর ২০১৮ সালের ২২ ডিসেম্বর ক্রিশ্চিয়ানকে গ্রেফতার করে ইডি। এই মুহূর্তে তিহার জেলে বন্দি ক্রিশ্চিয়ান। জেলের ভিতরেই করোনা-আতঙ্কে ভুগছেন তিনি, তাই সুপ্রিম কোর্টে জামিনের আবেদন জানান ক্রিশ্চিয়ান। কিন্তু, শীর্ষ আদালতে খালি হাতেই ফিরতে হল ক্রিশ্চিয়ানকে। এর আগে দিল্লি হইকোর্টেও জামিনের আবেদন জানিয়েছিল ক্রিশ্চিয়ান।
2020-04-22