ভারতীয় সেনার দাপটে পিছু হটতে বাধ্য হল পিপলস লিবারেশন আর্মি (People Liberation Army)। সূত্রের খবর, প্যাংগং লেক সংলগ্ন পাহাড়ি এলাকায় এখন পুরোপুরি দখল নিয়েছে ভারতের সেনাবাহিনী। পিছু হটতে বাধ্য হয়েছে লাল ফৌজ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চলাকালীন নতুন করে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে এলাকা দখলে নামে চিনা সেনাবাহিনী। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, ভারতের বাহিনী আগে থেকেই চিনের গতিবিধির উপরে নজর রাখছিল। এমন পরিস্থিতি তৈরি হতে পারে তার আঁচ করেই প্রস্তুত ছিলেন জওয়ানরা। তাই মোক্ষম সময় পিপলস লিবারেশন আর্মির এলাকা দখলের ছক রুখে দেওয়া গেছে। কিন্তু চিন পাল্টা দাবি করেছে, তারা সীমান্তে কোনওরকম আগ্রাসন দেখায়নি বা এলাকা দখলে নামেন। উল্টে ভারতীয় সেনাদের বিরুদ্ধেই সীমান্ত পার হয়ে উত্তেজনা ছড়াবার অভিযোগ তুলেছে তারা।
চিনা সেনাবাহিনীকে পিছু হটিয়ে উজ্জীবিত ভারতীয় সেনা। তাই এবার চিনা বায়ুসেনার বিমান সীমান্তে টহলদারি শুরু করেছে। জবাব স্বরূপ ভারতীয় সেনা জানাচ্ছে, কৌশলগত পদক্ষেপে চিনের থেকে অনেক বেশি এগিয়ে ভারত। চিনের বাহিনী ঠিক কোন কোন পয়েন্টে হামলা চালাতে পারে তার আগাম আঁচ করেই প্রতিরক্ষা ব্যবস্থা আগে থেকেই মজবুত করে রাখা হয়েছে। ভারতের আকাশসীমাকে সবরকমভাবে সুরক্ষিত রাখতে কমব্যাট ফাইটার জেট নামিয়েছে ভারতীয় বায়ুসেনা (Indian Air force)। টহল দিচ্ছে সুখোই-৩০, মিরাজ-২০০০ ফাইটার জেট ও মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ডাবল ইঞ্জিন মাল্টিরোল এয়ার সুপিরিয়রিটি ফাইটার জেটগুলির অন্যতম হল এই সুখোই। এই ফাইটার জেট থেকে আবার ব্রাহ্মস মিসাইল ছোড়ার প্রযুক্তিও রয়েছে ভারতের। ফ্রান্স থেকে কেনা রাফাল ফাইটার জেট আর কিছুদিনের মধ্যেই চলে আসবে লাদাখ সীমান্তে।