দ্য ওয়াল ব্যুরো: পুঞ্চ জেলা হাসপাতালের চিকিৎসকেরা অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবারের গুলিতে ওর সঙ্গে জখম হন আরও দু’জন। তাঁরা বয়সে অনেকটা বড়। মৃত্যুর সঙ্গে লড়াই করে তাঁরা জীবন ফিরে পেলেও দুধের শিশুটি অকালে চলে গেল।
কাশ্মীর সীমান্তে ফের গুলির আওয়াজ। কোনও রকম প্ররোচনা ছাড়াই গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনা। আর তাতেই রবিবার সকালে জখম হয় ওই দশ দিনের শিশু। জখম আরও কমপক্ষে দুই। সকলকেই নিয়ে আসা হয় পুঞ্চ জেলা হাসপাতালে। সেখানে চিকিৎসায় কিছুটা সাড়া দেওয়ার পরে দু’জনকে জম্মু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশুটিকে পুঞ্চেই অবজারভেশনে রাখা হয়। কিন্তু বিকেলের পর আর কোনও আশাই রইল না।
রবিবারেই থামেনি গুলির বৃষ্টি। সোমবার সকালেও মানকোট কৃষ্ণ ঘাঁটি ও মেনধারে চলছে গোলাগুলি। জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। সব মিলিয়ে উত্তাপ বাড়ছে সীমান্তে।
চলতি মাসে লাগাতাড় যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে বেশ কয়েকজন সাধারণ মানুষের। ২২ জুলাই প্রাণ গিয়েছে এক ভারতীয় সেনার। এই পরিস্থিতিতে ১০০ কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে কাশ্মীরে। সাধারণের নিরাপত্তায় বাড়তি নজরদারি শুরু হয়েছে। তার মধ্যেই লাইন অফ কন্ট্রোলের ওপার থেকে রবিবার এক ঝাঁক গুলি আসে। আর তাতেই অকালে চলে গেল দশ মাসের ওই শিশু।