দেশে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৪৪ হাজার ৫৯ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৫১১ জনের।
নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯১ লক্ষ ৩৯ হাজার ৮৬৬ জন। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ৭৩৮।
মোট আক্রান্তের মধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৮৬। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৮৫ লক্ষ ৬২ হাজার ৬৪২ জন। শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪১ হাজারের বেশি মানুষ।
অন্যদিকে রাজধানী দিল্লিতে ভয়াবহ আক্রমণ করোনার। প্রতিদিন মৃত্যু হচ্ছে বহু মানুষের। করোনাকে নিয়ন্ত্রণ করতে, রাজ্য ও কেন্দ্রীয় সরকার তাদের পুরো শক্তি দিয়ে কাজও কছে। কিন্তু এখনও অবধি কোনও ফল হাতে আসেনি। প্রতিদিন হাজার হাজার নতুন সংক্রমণ সামনে আসছে। লকডাউন শেষ হওয়ার পর থেকেই ফের সংক্রমণের গেরোয় আটকে গিয়েছে দিল্লি।
করোনা ধ্বংসযজ্ঞে দিল্লির হাসপাতালগুলিতে শয্যা সংখ্যাও হ্রাস পাচ্ছে। কোথাও, মৃত্যুর সঙ্গে লড়াই করা রোগী বেড পাচ্ছেন না এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। দিল্লিতে এখনও পর্যন্ত ৮,৩৯১ জন রোগী করোনায় মারা গেছেন।
এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে দারুণ খবর। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন প্রোগ্রামের প্রধান মনসেফ সালাউই জানিয়েছেন, করোনা ভাইরাসের প্রথম টিকা ১১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া হতে পারে। এমনটা যদি সত্যি হয় তবে নিশ্চিন্ত হবেন অনেকেই।